×
EntertainmentViral Video

চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সুস্মিতা সেন! প্রকাশ্যে এল গোপন ভিডিও

একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও প্রাক্তন মডেল হিসেবে সুস্মিতা সেনকে কেই না চেনে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন। এবং পরে মিস ইউনিভার্স এর মুকুট জয় করেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স এর মুকুট লাভ করেন। মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এমনকি তার এই কাজের জন্য তিনি একটি ফ্লিম ফেয়ার পুরষ্কার ও একাধিক পুরস্কার অর্জন করেছেন।

সুস্মিতা সেন হায়দ্রাবাদে একটি বাঙলি পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৯৬ সালে দস্তক চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি হয়। এরপর একের পর এক চরিত্রে তার সাবলীল অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

ADVERTISEMENT

তবে, সম্প্রতি সুস্মিতা সেন চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন নাকি সেই নিয়ে উঠেছে গুঞ্জন। ক্রিসমাস উপলক্ষে সুস্মিতা সেন রোহমানের সঙ্গে দুবাইতে উড়ে যান । আর সেখানে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তাঁর স্ত্রী চারু আসোপাও এর সঙ্গে পার্টিতে যোগদান করেন। আর সেখানেই সুস্মিতা সেনের ভাই এর বউ রোহমানকে জিজু বলে ডাকছেন। তবে, কি শোকের আড়ালে সুস্মিতা বিয়ে সেরে ফেলেছেন?

সেই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই শোরগোল পরে গেছে নেট দুনিয়ায়। তবে, এর উত্তর এখনো মেলেনি সুস্মিতার থেকে। বেশ কয়েক বছর ধরেই অভিনেত্রী রোহমানের সঙ্গে লিভ ইনে রয়েছেন। তবে, তরুণ এই মডেলের সঙ্গে সুস্মিতা কবে গাঁটছরা বাঁধছেন সেই নিয়ে তাকে বার বার প্রশ্ন করা হলেও মেলেনি কোনো সদুত্তর। বার বারই তিনি হেসে উড়িয়ে দেব।

তবে, অন্যদিকে আবার রোহমানের সঙ্গে সুস্মিতার বয়সের ফারাকের কারিনা তাকে বারবার নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে, আপাতত সেসব দূরে সরিয়ে সুস্মিতার ভাইয়ের বউ এর জিজু ডাকাটাই শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। সম্প্রতি তাঁদের ওই পার্টির ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles