২০২০ গুগলে ভারতের কে সবচেয়ে বেশি সার্চ হয়েছেন, সুশান্ত, রিয়া চক্রবর্তী না সানি লিওন!
সালটা ২০২০। এই বছরটা যেন সকলের কাছে তো বটেই বিশেষ করে বলিউড জগতের কাছে দুঃ সময়ের ইতিহাস হয়ে থাকবে। একের পর এক মৃত্যু ঘটে গিয়েছে বলিউডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, ঋষি কাপুর, মোহিত বাঘেল সহ বিখ্যাত গীতিকার ওয়াজিদ খানের মতো মানুষের মৃত্যু হয়েছে এই বছর।
এই সালটায় মানুষ পাওয়ার চেয়ে হারিয়েছে বেশি। আর সেই হারানোর জেরেই বোধহয় পাল্টে গেল কিছুকিছু ব্যাপার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা বলিউডের সমীকরণটাই যেন পাল্টে গিয়েছিল।
আর সেখান থেকেই শুরু হয়েছে রদবদল। ভাবছেন তো কিসের রদবদল? তাহলে শুনুন ব্যাপারটি হল প্রতিবছরই গুগুল সার্চে সবচেয়ে কে বেশি সার্চ হন তার হিসেব পাওয়া যায়। আর সেই সার্চ হয় বক্স অফিস অথবা কে কত বেশি জনপ্রিয় তাঁর বিচারে।
তবে, এবার সেই তালিকায় দেখা গেল অন্য চিত্র। অমিতাভ বচ্চন, সানি লিওনি, রিয়া চক্রবর্তীকে পিছনে ফেলে এমনকি স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ও পিছনে ফেলে এবার গুগল সার্চ এ ১ নং এ উঠে এল সুশান্ত সিং রাজপুতের নাম। তিনি আজ বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। কিন্তু, আদেও তিনি যদি বেঁচে থাকতেন তবে কি এই রেকর্ড হত সেটাও একটা বড় প্রশ্ন হয়েই থাকবে। গুগলে ভারতে সার্চে তৃতীয় নম্বরে রয়েছে রিয়া চক্রবর্তীর নাম। এছাড়া নবম অমিতাভ বচ্চন, দশম কঙ্গনা রানাওয়াত এবং চোদ্দ নম্বরে রয়েছেন সানি লিওন।