Anurager Chhowa: ভরা মন্ডপে কালো বলে অপমান করায় ভয়ানক রেগে গেল সূর্য! জানুন আসল ব্যাপারটা

কালো মেয়েকে বিয়ে না করায় মণ্ডপ ছেড়ে বেরিয়ে যেতে চাইলো বর! ভয়ানক রেগে গেল সূর্য (Surya)। টানটান উত্তেজনা ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। সকলেই জানেন নিশ্চই সূর্যর মন ভালো করার জন্য বাড়িতেই দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করে দীপা (Dipa)। সারাদিন দীপা-সূর্য (Dipa-Surya) মিলে সকলের চিকিৎসা করে। কিন্তু দিনশেষে সেই অসুস্থ হয়ে পরে। যদিও দীপার বৌদি সূর্যর কাছে তাকে দেখিয়ে নিতে বলে কিন্তু দীপা যায়না।
অবশেষে রাত বাড়লে ধুম জ্বর আসে দীপার। এরপর সারারাত জেগে সূর্য দীপার (Dipa) সেবা করতে থাকে। জলপট্টি দেওয়া থেকে শুরু করে ওষুধ খাওয়ানো সবই করে। এসবের মাঝেই আরও একবার কাছাকাছি আসে সূর্য-দীপা (Surya-Dipa)। এরপর ভোর হতেই সূর্য দীপার জন্য চা ও ডিম-পাউরুটি করে আনে। আর এসব দেখে তো অবাক হয়ে যায় দীপা। এখনও যে ডাক্তার বাবুর তার প্রতি ভালোবাসা মরে যায়নি তা আবারও প্রমান হয়।
এরপর যথারীতি পাড়ার লোকেরা আসে এক বাড়ির বিয়ের অনুষ্ঠানে সূর্য-দীপাকে (Surya-Dipa) নিমন্ত্রণ করতে। যদিও সূর্য জানিয়ে দেয় যে, সে যাবেনা। আর তাতে পাড়ার লোকেরা ভাবে যে, তাদের মতো গরীবদের বাড়িতে ডাক্তারবাবু যেতে রাজি নয়। এই ভেবে তারা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। যদিও দীপা তাদের বোঝায় সূর্য এমন মানুষ নয়। তার শরীর ভালো না বলেই সে যেতে চাইছে না। যদিও এই বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে।
কিন্তু বিয়ের দিন দীপা ও সূর্যকে (Dipa-Surya) হাজির হতে হয় বিয়ে বাড়িতে। কেননা মেয়ের গায়ের রং কালো বলে পাত্রপক্ষ এ বিয়ে করতে চায় না। আর তখনই সূর্য আসে। বলে মাকালীও কালো। তার কাছে হাত পাততে লজ্জা না করলে কালো মেয়েকে বিয়ে করতে কেন এত সংশয়। ওদিকে মিশকার কথামতো সোনাও স্কুল থেকে মিশকার সঙ্গে বেরিয়ে আসে তার বাবার কাছে আসবে বলে। তাহলে কি এবার সোনাকে ভুল বুঝিয়ে সূর্যর থেকে দূরে করে দেবে মিশকা? এখন দেখার পালা আগামী দিনে কি হয় ধারাবাহিকে।
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Tollywood Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।