Anurager Chhowa : অবশেষে দাম্পত্য জীবনে ইতি! ডিভোর্সের জন্য কোর্টে ছুটলো সূর্য-দীপা, নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

ডিভোর্সের পথে সূর্য-দীপা (Surya-Dipa)! তাহলে কোন পথে এগোবে সোনা-রুপার ভবিষ্যত? বর্তমানে জমে উঠেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। চলতি সপ্তাহেও ৮.০ রেটিং নিয়ে প্রথম স্থানে জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল। বর্তমানে টানটান পর্ব চলছে এই ধারাবাহিকে(Anurager Chhowa)। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দীপা।
এমনকি সে জেনেও গিয়েছে সোনাই তার সেই যমজ সন্তানের একজন। আর তাইতো মেয়েকে ফিরে পেতে সে হাজির হয় সেনগুপ্ত পরিবারে। কিন্তু সূর্যর বাবা দীপাকে অনুরোধ করে সোনাকে না নিয়ে যাওয়ার জন্য। তাহলে তার ছেলে মরে যাবে। আর সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় সূর্য। দীপাকে আবারও একবার অপমান করে তাড়িয়ে দেয়।
তবে, এসব কিছুর জন্য দীপা লাবণ্য (Labanya) আর প্রবীরকে দোষারোপ করে যায়। ওদিকে মিশকাও (Mishka) দীপার কাছ থেকে ডিভোর্স পেপারে সই করার জন্য মরিয়া হয়ে ওঠে। আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের(Anurager Chhowa) একটি প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, ভরা আদালতে সূর্য দীপাকে ডিভোর্স দেওয়ার কথা বলছে। সেখানে হাজির লাবণ্য-প্রবীর (Labonya-Mishka) সহ মিশকা। তার বক্তব্য দীপা তাকে ও তার মেয়েকে শান্তিতে থাকতে দেবে না। তাই সারাজীবনের জন্য মুক্তি চাইছে সূর্য।
Anurager Chhowa New Promo:
View this post on Instagram
আর ডির্ভোসের (Divorce) কথায় তো দীপার চোখে জল এসে পড়েছে। সোনা-রুপার (Sona-Rupa) ভবিষ্যতের কথা ভেবে সে কোনোভাবেই চাইছে না এই ডিভোর্স হোক। কিন্তু সূর্য ডিভোর্সের জন্য মরিয়া হয়ে উঠেছে। যদিও বিচারক দীপাকে জিজ্ঞাসা করছে সে কি চায়। এখন দেখার পালা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সূর্য-দীপার জীবন। সত্যিই কি তাদের ডিভোর্স হবে নাকি আবার এক হবে দুটি হৃদয়। বর্তমানে তাদের মিল দেখার অপেক্ষায় ভক্তরা।