রান্না ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দীপার বানানো স্যান্ডউইচ খাচ্ছে সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

অবশেষে একই ছাদের নিচে শুরু হল সূর্য-দীপার (Surya-Dipa) নতুন সংসার । বর্তমানে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে, কোর্টের আদেশ অনুযায়ী বর্তমানে সূর্য-দীপা একসঙ্গে থাকতে শুরু করেছে। কিন্তু সেখানেও মিশকা (Mishka) হাজির। সূর্যর কাছে ভালো সাজার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনে। আর ওদিকে সেই খাবারকে নিজে রান্না করেছে বলে সূর্যকে বলে।
ওদিকে দীপাও সূর্যর (Surya) জন্য চিকেন স্ট্রু ও স্যান্ডউইচ করেছে। যদিও সূর্য তেলমসলা দেওয়া খাবার খেতে একেবারেই পছন্দ করে না। কিন্তু মিশকার উস্কানিতে তারই আনা চিকেন আর রাইস খেয়ে নেয় সূর্য। ওদিকে দীপার (Dipa) দুই প্রতিবেশী আসলে মিশকার পরিচয় জানতে চাইলে দীপা মিশকাকে সূর্যর পিএ বলে পরিচয় দেয়। আর তাতে মনে মনে ক্ষেপে ওঠে সূর্য। এরপর দুই প্রতিবেশী মিলেই মিশকাকে তাড়িয়ে দেয়।
তাদের বক্তব্য সূর্যর (Surya) দেখাশুনা তার বউ দীপা করবে। মিশকাকে কোনো প্রয়োজন নেই। ওদিকে সোনা-রুপাকেও (Sona-Rupa) সেনগুপ্ত বাড়ির সকলে হাসি-মজা দিয়ে ভরিয়ে রাখে। লালকমল ও নীলকমল সেজে তারা বাড়ির মধ্যে নাটক করে। ওদিকে মিশকার আনা খাওয়ার তো নামমাত্র খায় সূর্য। আর তাই মাঝরাতে তার ক্ষিদে পায়। অবশেষে ক্ষিদে সহ্য করতে না পেরে সূর্য রান্নাঘরে গিয়ে হানা দেয়। আর সেখানে গিয়ে দেখে চিকেন স্ট্রু ও স্যান্ডউইচ রাখা আছে।
ক্ষিদে পেটে পরি কি মরি করে সেই খাবার খেতে শুরু করে সূর্য। ওদিকে তার হাত থেকে বাসন পরে যাওয়ার আওয়াজে দীপার ঘুম ভেঙে যায়। রান্না ঘরে এসে সূর্যর (Surya) কীর্তি দেখে দীপা (Dipa) তো হেসে খুন। এরপর সূর্য বিষম খেলে দীপা জল এগিয়ে দেয়। কিন্তু সূর্য তেজ করে সেই জল খায় না। কিন্তু অবশেষে দীপার চোখের আড়ালে সেই জলই খায়। যদিও তা ধরা পড়ে দীপার কাছে। ওদিকে দীপার বাড়ি থেকে যাওয়ার পথে মিশকা এক তান্ত্রিককে দেখতে পায়।
প্রথমে সে এগুলো বুজরুকি ভাবলেও পরে সেই তান্ত্রিকের বলা কথা তার জীবনের সঙ্গে মিলে যাওয়ায় সে ওই তান্ত্রিকের শরণাপন্ন হয়। আসলে ওই তান্ত্রিক বেশে ওখানে যে তবলা (Tobla) বসে আছে তা কোনোভাবেই বুঝতে পারেনা মিশকা। বরং তান্ত্রিকরূপী তবলা মিশকাকে বলে তার বাড়িতে হোমযজ্ঞ করতে। তাহলেই তার জীবনের সব দুঃখ-কষ্ট দূর হবে। এসবের মাঝেই সূর্য-দীপার (Surya-Dipa) ছোট ছোট খুনসুটিও বেশ আনন্দ দিচ্ছে দর্শকদের।
এবার শুধু দেখার পালা এই ৬ মাসের জীবন যাত্রার সূর্য-দীপার (Surya-Dipa) জীবনে কতখানি পরিবর্তন আসে। আর মিশকার এতদিন ধরে করা ষড়যন্ত্র সামনে আসে কিনা তারও অপেক্ষায় দর্শকেরা।