সোনার DNA রিপোর্ট পাল্টানোর কারনে মিশকাকে ঠাটিয়ে চড় মেরে নোংরামির হিসেব চাইলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

অবশেষে সূর্যের সামনে খুলে গেল মিশকার মুখোশ! DNA টেস্টের রিপোর্ট বদলানোর জন্য মিশকাকে চড় মারলো সূর্য। ফের একবার টানটান উত্তেজনা মুখে ‛অনুরাগের ছোঁয়া’। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়।
প্রথম থেকে এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে। সূর্যর দীপাকে ভুল বোঝা, দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, দীপার সন্তান জন্ম দেওয়া, সূর্যের জীবনে সোনার আগমন, ফের দীপা-সূর্যর দেখা হওয়া, মিশকার কিডন্যাপিং সহ নানান কিছু উঠে এসেছে সিরিয়ালের প্রতিটি পর্বে।
তবে, এরই মাঝে এখন যে দুটি জিনিস বহমান তা হল সূর্যর দীপাকে (Surya-Dipa) ভুল বোঝা আর অন্যদিকে মিশকার (Mishka) শয়তানি। তবে, এবার বোধহয় সব রহস্যের পর্দাফাঁস হতে চলেছে। সম্প্রতি উঠে আসা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, শিবানী হাসপাতলে এসেছে রিপোর্ট নিতে। আর সেই রিপোর্টে লেখা কবীরের বাবা হওয়ার ক্ষমতা নেই। আর একথা শুনে কান্নায় ভেঙে পরে শিবানী। আর সেটা দেখে ফেলে সূর্য।
এরপর শিবানী সেখান থেকে চলে গেলে সূর্য ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে কবীরের এই অক্ষমতার কথা। আর সবকিছু জানার পর সূর্য ভাবতে থাকে তাহলে কি দীপা এতদিন সব সত্যি বলে এসেছে? এরপর সূর্য সব সত্যি জানার জন্য DNA টেস্ট করতে দেয়। যাতে স্পষ্ট উঠে আসে সোনা-রুপা সূর্যই সন্তান। একথা শুনে তো অবাক হয়ে যায় সূর্য। বুঝতে পারে এতদিন তাহলে মিশকাই তার বন্ধুত্বের সুযোগ নিয়ে এসব অন্যায় করে এসেছে।
এরপর সূর্য রেগে গিয়ে মিশকাকে চড় কষায়। যদিও এই ভিডিওটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।