Entertainment

মিসকার উস্কানিতে ফের দীপাকে ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য, রূপা কি পারবে মা-বাবাকে এক করতে? জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

Advertisement
Advertisements

ফের দীপাকে (Dipa) ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য (Surya)! তাও আবার মিশকার উস্কানিতে। টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। এতকিছুর পরেও আজও সূর্য শুধুমাত্র মিশকাকেই বিশ্বাস করে। তারই কথা শুনে ডিসিশন নেয়। দীপা-কবীরকে নিয়ে মিশকা যে ভুল বুঝিয়েছে সূর্যকে আজও সে সেটাই বিশ্বাস করে। আর যার কারণে ধীরে ধীরে রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে দীপা সূর্যর সম্পর্ক।

মিসকার উস্কানিতে ফের দীপাকে ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য, রূপা কি পারবে মা-বাবাকে এক করতে? জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

আর এসব নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের পর্ব। এর আগেও একবার ডিভোর্স ফাইল করেছিল সূর্য। যদিও বিচারক তাদের ৬ মাস একসঙ্গে থাকতে বলেছিল। আর এবার ৬ মাস পেরিয়ে যাওয়ার পর আবারও মিশকার (Mishka) বুদ্ধিতে দীপাকে (Dipa) ডিভোর্স দেওয়ার জন্য মনস্থির করে সূর্য। আর একথা মিশকা গিয়েই দীপার কানে দেয়। তড়িঘড়ি দীপা ছুটে আসে তার ডাক্তারবাবুর কাছে। আর সেখান থেকেও তাকে খালি হাতে ফিরতে হয়। বরং সূর্যর কাছে এসে তাকে অপমানিত হতে হয়।

মিসকার উস্কানিতে ফের দীপাকে ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য, রূপা কি পারবে মা-বাবাকে এক করতে? জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

এমনকি দীপার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সূর্য দীপাকে (Surya-Dipa) টাকাও অফার করে। কিন্তু দীপা সেই টাকার সঙ্গে ১ টাকা বেশি দিয়ে সূর্যকে ফিরিয়ে দেয়। এমনকি সূর্যর মুখের উপর বলে দেয় সে কারোর ঋণ রাখেনা। ওদিকে মিশকা তো মহা আনন্দে ল-ইয়ারের কাছ থেকে ডিভোর্সের কাগজ তৈরি করিয়ে দীপার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। ওদিকে সূর্যর সঙ্গে দেখা করে বেরোনোর সময় রাস্তায় লাবন্যর সঙ্গে দীপার দেখা হয়।

মিসকার উস্কানিতে ফের দীপাকে ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য, রূপা কি পারবে মা-বাবাকে এক করতে? জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

আর তারপর দীপা (Dipa) লাবন্যকে (Labanya) সব কথা খুলে বলে। লাবন্য দীপাকে আশ্বস্ত করে সে এই ডিভোর্স কিছুতেই হতে দেবে না। ওদিকে দীপা বাড়িতে না থাকাকালীন দীপার নামে চিঠি আসে। আর সেই চিঠি রুপা নেয়। এরপর দীপা বাড়িতে ফিরে সেই কাগজ খুলে দেখে যে সূর্য ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আর ফের একবার ভেঙে পরে দীপা। এবার আর কোনো লুকোচুরি নয় রুপাকে (Rupa) সব সত্যি খুলে বলে দীপা। রুপাও জানায় সে এসব কিছুতেই হতে দেবে না।

মিসকার উস্কানিতে ফের দীপাকে ডিভোর্সের কাগজ পাঠালো সূর্য, রূপা কি পারবে মা-বাবাকে এক করতে? জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

ওদিকে ডিভোর্সের সব কাজ মিটিয়ে একেবারে খুশি মনে সূর্যর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে মিশক। এরপর সূর্যর সঙ্গে কথা বলতে বলতে সেখানে এসে উপস্থিত হয় লাবন্য সেন। এবার দেখার পালা লাবন্য মিশকার কি ব্যবস্থা করে। আর দীপা-সূর্যর (Dipa-Surya) ডিভোর্সই (Divorce) বা কিভাবে আটকায়!