Entertainment

সূর্যই তোমার বাবা, অবশেষে রূপার কাছে সত্যটা স্বীকার করলো লাবণ্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement
Advertisements

Anurager Chhowa: অবশেষে রুপার (Rupa) কাছে লাবন্য (Labanya) ও প্রবীর (Prabir) স্বীকার করলো সূর্যই (Surya) তার বাবা। এমনকি তারাই তার পরিবারের লোকজন। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। অনেকদিন আগেই রুপা জেনে গিয়েছিল ডাক্তারবাবুই তার আসল বাবা। যদিও সে কাউকে কিছু জানতে দেয়নি। কিন্তু অবশেষে প্রবীর-লাবন্য সহ দীপার সকলের সামনে সে প্রশ্ন করে কেন তাকে তারা সব সত্যিটা জানায়নি। আর তখনই লাবন্য ও প্রবীর মিলে রুপাকে নানান কথা বোঝায়।

সূর্যই তোমার বাবা, অবশেষে রূপার কাছে সত্যটা স্বীকার করলো লাবণ্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

বলে যে, তার বাবা একদিন তাকে ঠিক মেয়ে বলে মেনে নেবে। তাদেরকে একটু সময় দেওয়ার কথা বলে। আর তাতে সায়ও দেয় রূপা (Rupa)। ওদিকে সোনা তাহলে কে সেই নিয়ে রুপার মনে প্রশ্ন জাগে। আর তখন প্রবীর ও লাবন্য মিলে রুপাকে ভুলিয়ে-ভালিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে লাবন্য দীপাকে পরেরদিন সেনগুপ্ত বাড়িতে যেতে বলে। আর সোনাও ফোন করে নিজের মাকে আসতে বলে।

সূর্যই তোমার বাবা, অবশেষে রূপার কাছে সত্যটা স্বীকার করলো লাবণ্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

পরদিন সকাল হলে সূর্য (Surya) ভাবতে থাকে আজ সে সকলের থেকে অনেক দূরে থাকবে। কেননা আজ তার ও দীপার বিবাহবার্ষিকী। কিন্তু সোনা (Sona) তার বাবাকে কোথাও যেতে দেয়না। ওদিকে লাবন্য বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে। আর তাইতো সকলেই একেবারে উপস্থিত। সেখানেই সোনা সূর্যকে টেনে এনে বসিয়ে কপালে চন্দন পড়ায়। আর বলে আজকে তার বিয়ে।

সূর্যই তোমার বাবা, অবশেষে রূপার কাছে সত্যটা স্বীকার করলো লাবণ্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

সূর্য (Surya) ভাবে সোনা (Sona) তার সঙ্গে খেলছে। আর তাই অনায়াসেই বলে পুতুলের সঙ্গে বিয়ে দেবে নাকি? আর তাতে সোনা জানায় সে ফুলমায়ের তার বিয়ে দেবে। এই কথা শুনে সকলে তো অবাক। তৎক্ষণাৎই সেখানে এসে হাজির হয় রুপা ও দীপা। আর তারপরই সোনা-রুপা মিলে দীপাকে সূর্যের পাশে বসায়। এমনকি চারজনে মিলে ছবি তোলে। আর এই দেখে তো বেশ খুশি হয়ে যায় প্রবীর ও লাবন্য (Prabir-Labanya)। তারা যেটা কোনোদিন ভাবতে পারেনি আজ সেটাই করেছে দুই মেয়ে।

সূর্যই তোমার বাবা, অবশেষে রূপার কাছে সত্যটা স্বীকার করলো লাবণ্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

তাহলে কি দুই মেয়ের হাত ধরে আবারও এক হবে সূর্য-দীপার (Surya-Dipa) জীবন? তা জানা যাবে সিরিয়ালের আগামীপর্ব গুলিতে।