Advertisement
Entertainment

Anurager Chhowa: নেশা করে দীপার সঙ্গে ঘনিষ্ঠ সূর্য, জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’

Advertisement
Advertisements

Anurager Chhowa Today Episode: মদ খেয়ে দীপার বাড়িতে রাত কাটালো সূর্য! আর সেই নিয়ে প্রতিবেশীদের রোষের মুখে পড়লো দীপা। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, রাস্তার মাঝেই কবীরের সঙ্গে দেখা হয় সূর্যর। আর তাকে দেখামাত্রই গাড়ি ঘুরিয়ে তার মুখোমুখি হয় সূর্য। আবারও আগের প্রসঙ্গ টেনে অপমান করে কবীরকে। এমনকি আজও সে বিশ্বাস করতে চায়না যে, দীপার সঙ্গে কবীরের কোনো সম্পর্ক নেই।

এমনকি কবীরের স্ত্রীকে দেখেও সে বিশ্বাস করেনা। বরং উল্টে বলে আগে দীপাকে ঠকিয়েছে এখন তাকেও ঠকাচ্ছে কবীর। এমনকি কবীরকে ধাক্কা মেরে দেয় সূর্য। তাতে মাথায় চোট পায় কবীর। আর এসবের পর সূর্য মনে মনে এই ভেবে কষ্ট পায় যে, দীপা কবীরের জন্য তাকে ছেড়েছিল। কিন্তু তার কাছ থেকেই আজ সে প্রতারিত হয়েছে। এসব ভেবে সে মদ খেয়ে দীপার বাড়ি আসে।

Advertisements

Anurager Chhowa: নেশা করে দীপার সঙ্গে ঘনিষ্ঠ সূর্য, জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া'

Advertisements

আর সেখানে এসে সূর্য বেসামাল অবস্থায় নিজের মনের জমে থাকা কথা দীপাকে জানায়। এমনকি দীপাকে যে সে আজও ভালোবাসে তাও বলে। ওদিকে কোনোমতে সূর্যকে সামলে শুইয়ে দেয় দীপা। ঘোরের মাঝে সূর্য অনেক কথা বলে। আর এসব কান্ড দেখে দীপা তার সূর্যের মা লাবণ্য সেনকে ফোন করে। ওদিকে দীপার বাড়িতে সূর্যকে দেখে প্রতিবেশীরা নানান রকমের মন্তব্য করে।

Anurager Chhowa: নেশা করে দীপার সঙ্গে ঘনিষ্ঠ সূর্য, জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া'

এমনকি দীপাকে ডেকে তার চরিত্র নিয়েও বাজে ইঙ্গিত করে। আর তখনই হাজির হয় সূর্যর মা-বাবা। জানায় ঘরে যে আছে সে দীপার স্ত্রী। এমনকি নিজেদেরকে দীপার শ্বশুর-শাশুড়ি বলে পরিচয় দেয়। আর তখন ভুল ভাঙে সকলের। সম্প্রতি ধারাবাহিকের এই ভিডিও ক্লিপ ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আগামী দিনে দেখার পালা কি হতে চলেছে দীপা-সূর্যর জীবনে।