সোনাকে কিডন্যাপ করার কথা জেনে মিশকাকে পুলিশে দিল সূর্য! জানুন আসল ব্যাপারটা

অবশেষে মিশকাকে ধরিয়ে দিল সোনা! সকলের সামনে ফাঁস করলো দুস্টু আন্টির কার্যকলাপ। রেগে আগুন সূর্য। সকলেই জানেন যে, বর্তমানে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে চলছে টানটান পর্ব। একেবারে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে সিরিয়াল থেকে। বেঙ্গল টপার ধারাবাহিক এটি। বছরের পর বছর গেলেও সূর্য-দীপার ভুল বোঝাবুঝি যেন থামছেই না।
আর যা একপ্রকার বিরক্তও করে তুলেছে দর্শকদের। কিন্তু অন্যদিকে সোনা-রুপার দুস্টুমিষ্টি খুনসুটি দর্শকদের মন ভালো করার একমাত্র উপায় হয়ে উঠেছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, দার্জিলিংয়েও সূর্যদের পিছু নিয়েছে মিশকা। আর সেখানে গিয়েও কিভাবে সূর্যর চোখে দীপাকে আরও ছোট করা যায় তারই চেষ্টা করে যাচ্ছে। আর তাইতো অবশেষে দিয়েছে মোক্ষম চাল।
দীপার নাম করে সোনাকে কিডন্যাপ করে এক ঢিলে দুই পাখিই মারতে চেষ্টা করেছিল মিশকা। কিন্তু সেগুড়ে বালি। কথায় বলে না ‛ওস্তাদের মার শেষ রাতে’ আর তেমনই হল মিশকার সঙ্গেও। দীপা ও রুপার সাহায্যেই সোনাকে খুঁজে পেল সূর্য। প্রথমদিকে সোনার হারিয়ে যাওয়াতে দীপাকে দোষারোপ করলেও পরে দীপার কাছেই নত হয় সূর্য। এসব তো মিটলই। তবে, এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ।
যেখানে দেখা যাচ্ছে যে, অবশেষে সকলেই ছুটি কাটিয়ে ফিরে এসেছে কলকাতায়। আর সেখানে এসেই সোনা সকলকে জানায় পচা আন্টি তাকে ধরে নিয়ে গিয়েছিল। আর এই কথায় মিশকা সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। যদিও মিশকা নিজের ব্যাপারে সাফাই দেওয়ার চেস্টা করলে সোনা তাতেও জল ঢেলে দেয়। তার কথা সে দরজার ফাঁকা দিয়ে সব দেখেছে। এমনকি মিশকার হাতের আংটিও দেখেছে।
সোনার মুখ থেকে এই কথা শুনে সূর্য তো মিশকার উপর রেগে আগুন। এমনকি তাকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এই ভিডিও ক্লিপটি চ্যানেলের অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়নি। একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। আর তাইতো এই ভিডিওর সত্যতা নিয়ে অনেকের মনেই বেশ সংশয় রয়েছে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কিভাবে ফাঁস হয় মিশকার ষড়যন্ত্র।