অবশেষে ভালোবেসে দীপা ও মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

অবশেষে নিজের ভুল বুঝতে পেরে দীপাকে মেনে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো সূর্য! ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই রাস্তার মধ্যে কবীরের সঙ্গে ব্যাপক ঝামেলা হয় সূর্যর। যদিও এই ঝামেলার সূত্রপাত করেছে সূর্যই। সেই আগের প্রসঙ্গ টেনে আবারও কবীরকে দোষারোপ করে। এমনকি কবীরের স্ত্রীকে দেখেও ভুল ভাঙ্গেনা সূর্যর।
বরং বলে আগে কবীর দীপাকে ঠকিয়েছে আর এখন তাকে। এমনকি সূর্য কবীরকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তাতে কবীরের মাথা অবধি ফেটে যায়। তবে, এরপরই আগামী পর্বে দেখা যায় কবীর দীপার বাড়ি হাজির হয়েছে। সোনা যে তারই যমজ মেয়ে সেকথা দীপাকে জানায় কবীর। প্রথমদিকে একথা শুনে দীপা অবাক হলেও অবশেষে সে আনন্দ পায়। যাকে এতদিন নিজের মেয়ের মতোই ভালোবেসে এসেছে সে যে আসলে তার নিজেরই মেয়ে একথা জেনে আনন্দ পায় রুপা।
ওদিকে সেদিন রাতেই সূর্য নিজের সব ভুল বুঝতে পারে। এমনকি দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইউটিউবে। যেখানে বলা হয়েছে পরদিন সকালে সূর্য, সোনা ও দীপা হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। ওদিকে রুপাও তার মাকে না পেয়ে বড্ড মিস করছিল। আর তাই মাকে পেয়ে সেও খুব খুশি। ছেলে-বৌমা সহ দুই নাতনিকে পেয়ে একবারে খুশি যেন বাঁধ মানছে না লাবণ্য সেনের পরিবারে।
এবার শুধু দেখার পালা দীপা-সূর্যর মধ্যে সব ভুল বোঝাবুঝি মেটার পর দুই সন্তানকে নিয়ে তাদের জীবন কেমন কাটে। নাকি আবারও তাদের জীবনে কোন নতুন বিপদ এসে হাজির হয়। বর্তমানে এমন একটি ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে। তবে, এটি চ্যানেলের কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। সাধারণ একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে নেটিজেনদের মনে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কি আসতে চলেছে ধারাবাহিকে।