EntertainmentVideoViral Video

রাগ-অভিমান ভুলে রোমান্সে মজলেন সূর্য-দীপা! ধামাকাদার চমক আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement
Advertisements

দীপাকে টেক্কা দিতে গিয়ে ভরা মঞ্চে কুপোকাত মিশকা (Mishka)! বর্তমানে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের একেরপর এক চমক আসছে। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার ধারাবাহিক হয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই এই ধারাবাহিকে বছরের পর বছর গেলেও সূর্য-দীপার (Surya-Dipa) ভুল বোঝাবুঝি যেন থামছেই না। আর যা একপ্রকার বিরক্তও করে তুলেছে দর্শকদের।

কিন্তু অন্যদিকে সোনা-রুপার (Sona-Rupa) দুস্টুমিষ্টি খুনসুটি দর্শকদের মন ভালো করার একমাত্র উপায় হয়ে উঠেছে। সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা যাচ্ছে যে, নতুন বছর উপলক্ষে সূর্য (Surya) সবার জন্য নতুন জামা কাপড় কিনে আনে। কিন্তু দীপার জন্য কিছু আনে না। বলে যে, দীপারটা নাকি সারপ্রাইজ। অন্যদিকে দীপাও খানিকটা চিন্তায় পরে যে, বারবার কেন ডাক্তারবাবু সারপ্রাইজের কথা বলছে।

আর এসবের মাঝেই দীপা (Dipa) একজন লোককে দিয়ে ফুল আনায় সেনগুপ্ত বাড়ি সাজানোর জন্য। এটা নাকি তার তরফ থেকে সকলের জন্য নতুন বছরের উপহার। আর তারপর সকলে মিলে উপস্থিত হয় অনুষ্ঠানে। আর সেখানেও সূর্য দীপাকে সেনগুপ্ত পরিবারের সঙ্গে বসা নিয়ে কথা শোনায়। যদিও দীপা তারপর পিছনের দিকে গিয়ে বসে। কিন্তু সোনার জোরাজুরিতে অবশেষে আবারও সোনা-রুপা সহ দীপা-সূর্য একই সিটে বসে।

আর এসব দেখে তো মিশকা (Mishka) তেলে বেগুনে জ্বলে উঠে। এরপরই শুরু হয় অনুষ্ঠান। সোনা ও রুপা দীপাকে নিয়ে নাচতে থাকে। তারপর উর্মি-জয়, কাকাই-কাকিয়া সকলেই পারফর্ম করে। দীপা-সূর্যও (Dipa-Surya) ভেসে যায় কল্পনায়। এমনকি সপরিবারে মিলে গান গাইতেও দেখা যায়। এরপর দীপা ও তার ননদ মিলে ‛সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ গানে নাচতে থাকে। আর তা দেখে মিশকা তো আরও রেগে যায়। বলতে থাকে সব স্পটলাইট সে কিছুতেই দীপাকে কেড়ে নিতে দেবে না।

আর তারপরই একেবারে কোমর বেঁধে নাচতে নেমে পড়ে মিশকা (Mishka)। প্রথমদিকে ভালো নাচলেও অবশেষে তাল হারিয়ে স্টেজের মধ্যেই পড়ে যায় মিশকা। আর এই এপিসোড যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়। এবার শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে সূর্য ও দীপার জীবনে।