Entertainment

সূর্য ও দীপার আবার বিয়ে দেবে তাদের দুই মেয়ে সোনা-রূপা, নতুন প্রোমো দেখে খুশিতে ডগমগ ভক্তরা

Advertisement
Advertisements

তাহলে কি এবার দুই সন্তানের হাত ধরে আবারও একবার বিয়ের বন্ধনে আবদ্ধ হবে সূর্য-দীপা (Surya-Dipa)? টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক এটি। সপ্তাহ তিনেক প্রথম স্থান হাতছাড়া হলেও চলতি সপ্তাহে ৮.২ রেটিং নিয়ে নিজের স্থানে ফিরে এসেছে এই সিরিয়াল। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই কোটের আদেশ মেনে একসঙ্গে থাকছিল সূর্য-দীপা।

সূর্য ও দীপার আবার বিয়ে দেবে তাদের দুই মেয়ে সোনা-রূপা, নতুন প্রোমো দেখে খুশিতে ডগমগ ভক্তরা

আর সেখানে থাকতে থাকতেই একটু একটু করে যেন তাদের মধ্যে ভালোবাসা দানা বাঁধছিল। কিন্তু মিশকা তবলার রহস্য ধরে ফেলাতেই আবার সব ছন্নছাড়া হয়ে যায়। আবারও একবার সূর্যর (Surya) কাছে অপমানিত হয় দীপা (Dipa)। কিন্তু এবারে আর কিছু মেনে নেয়নি দীপা। স্পষ্টই সূর্যকে বলে দেয় বাড়ি ছেড়ে চলে যেতে। এমনকি এও বলে যে, তাকে কোনোদিনও ডিভোর্স দেবে না। আর এসব নিয়ে লাবন্যর সঙ্গে কথা বলে দীপা।

সূর্য ও দীপার আবার বিয়ে দেবে তাদের দুই মেয়ে সোনা-রূপা, নতুন প্রোমো দেখে খুশিতে ডগমগ ভক্তরা

কিন্তু আড়াল থেকে এই সব কথা শুনে ফেলে রুপা। এমনকি সে বুঝতে পারে ডাক্তারবাবুই তার বাবা। যদিও সে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারেনা। তবে, হঠাৎ একদিন সূর্য (Surya) তার জন্য পুতুল নিয়ে এলে সকলের সামনেই রুপা সূর্যকে বাবা বলে ডেকে ওঠে। আর তাতে তো অবাক হয়ে যায় সকলেই। এমনকি সোনাও রুপাকে (Sona-Rupa) প্রশ্ন করে তার বাবাকে কেন সে বাবা বলে ডাকছে। এরপর মনখারাপ হয়ে যায় রুপার।

সূর্য ও দীপার আবার বিয়ে দেবে তাদের দুই মেয়ে সোনা-রূপা, নতুন প্রোমো দেখে খুশিতে ডগমগ ভক্তরা

যদিও সে কাউকে নিজের মনের কথা জানায় না। আর তারপরই সোনা-রুপা মিলে ঠিক করে সূর্য ও দীপার (Surya-Dipa) বিয়ে দেবে। আর তাহলে একে অন্যের বাবা-মাকে নিজেদের বাবা-মা করে পাবে। আর যেমন কথা তেমনই কাজ। সম্প্রতি তারই একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সোনা তার বাবাকে চন্দন পরিয়ে আসনে বসিয়েছে বিয়ে দেবে বলে। সূর্য ভেবেছে সোনা খেলা করছে। পুতুলের সঙ্গে তার বিয়ে দেবে।

কিন্তু সোনা জানায় ফুলমায়ের সঙ্গে তার বিয়ে দেবে। ওদিকে তখনই রুপা (Rupa) হাজির হয় দীপাকে (Dipa) নিয়ে। তাকেও সূর্যর পাশের আসনে বসায়। আর এসব দেখে তো অবাক হয়ে যায় লাবন্য ও প্রবীর। তাহলে কি এবার সত্যি সত্যি সোনা-রুপার (Sona-Rupa) হাত ধরে এক হবে সূর্য-দীপা? ধারাবাহিকের আগামী পর্বে গুলিতে মিলবে তার উত্তর।