সোনার জন্য ফের কাছাকাছি সূর্য-দীপা, একসঙ্গে করছে মেয়ের সেবা! দেখে খুশি দর্শকরা

সোনার জন্য ফের একবার কাছাকাছি এল সূর্য-দীপা। খুশি অনুরাগীরা। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। তারপরই পেরিয়েছে অনেকগুলো দিন। অনেক ভালো-মন্দ সময়ের মধ্যে দিয়ে এগিয়েছে সূর্য-দীপার জীবন।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বছরের পর বছর ধরে সূর্য ও দীপার মধ্যে ভুল বোঝাবুঝি চলেই আসছে। আর তার সূচনা করেছিল মিশকা। তার ষড়যন্ত্রেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল দীপা। কেননা সূর্য কোনোভাবেই মানতে নারাজ দীপার গর্ভের সন্তার তার। তবে, এরপরেও নানান টানাপোড়েনের মাঝে দীপা দুই যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। একজনকে দেখতে হয় দীপার মতো। আর অন্যজনকে দেখতে হয় সূর্যর মতো।
তবে, শ্যামবর্ণা গায়ের রঙের মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে যায় লাবণ্য সেন। তবে, সেটা জানতে পারেনা দীপা। একজনের নাম সোনা (Sona) আর অন্যজনের নাম রুপা (Rupa)। বর্তমানে সোনা ও রূপা দুজনেই যে যার মতো বড় হয়ে উঠেছে। এমনকি তাদের মধ্যে দেখাও হয়েছে। শুধু তাই নয় দেখা হয়েছে সূর্য-দীপার মধ্যেও। ওই যে কথায় বলে না, বিধির লিখন কে খণ্ডায়? সূর্য-দীপার জীবনটাও অনেকটা সেরকম।
তারা না চাইলেও কোনো না কোনোভাবে তাদের মধ্যে দেখা হয়ই। এরই মাঝে দেখা যায় সূর্য তার মেয়ে সোনাকে নিয়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করে। কারোর কথাই সে শোনে না। ওদিকে সোনা তার ফুল মাকে ছেড়ে কোথাও যেতে চায় না। আর তাইতো সে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ফুল মায়ের বাড়ি। ওদিকে সোনাকে খুঁজতে মরিয়া সূর্য-দীপা। কোথাও তাকে খুঁজে পায় না।
কিন্তু অবশেষে তারা দেখতে পায় দীপার বাড়িতে তার ফুলের গাছের পাশে শুয়ে আছে সোনা। তার খুব জ্বর এসেছে। তড়িঘড়ি তাকে ঘরে নিয়ে যায় তারা। এরপর সূর্যর সাহায্য নিয়ে সোনাকে জলপট্টি দেয় দীপা। আবারও কাছাকাছি আসে তারা। আর এভাবেই আগামী দিনে আবারও এক হবে নাকি সূর্য-দীপা এখন তারই অপেক্ষায় ভক্তরা।