Anurager Chhowa: লাবণ্যর প্ল্যানে এক হলো সূর্য-দীপা! জানুন আসল ব্যাপারটা

লাবণ্যর প্ল্যানে এক হল সূর্য-দীপা! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এবারেও মিশকার প্ল্যান সফল হল না। সোনার চোখে সূর্য ও দীপাকে (Surya-Dipa) নীচে নামানোর জন্য সোনাকে নিয়ে দীপার বাড়ি আসে মিশকা। যাতে সূর্য ও দীপা একসঙ্গে রয়েছে সেটা সোনাকে দেখাতে পারে। কিন্তু তারা যে বিয়েবাড়ি। আর মিশকা সোনাকে নিয়ে দীপার বাড়িতে ঢোকার মুহূর্তেই লাবন্যর কাছে ধরা পরে যায় মিশকা।
আর তারপর লাবন্য মিশকাকে (Labanya-Mishka) কড়া হুঁশিয়ারি দেয়। বারবার তাকে বারণ করা সত্ত্বেও সে কেন তাদের জীবনে আসছে। আর এইসময় মিশকা ন্যাকা কান্না কেঁদে বলে যে, সে সোনার (Sona) কষ্ট দেখতে পারছিল না বলেই এমনটা করেছে। কিন্তু লাবন্য জানায় যে তার কষ্ট দেখার জন্য তার বাড়ির লোক আছে। তাকে ভাবতে হবে না। এমনকি মিশকাকে পুলিশে দেবে বলেও জানায়। এই শুনে তো মিশকা কাকুতি মিনতি শুরু করে দেয়।
ওদিকে জয় লাবন্যকে ফোন করে জানায় যে, বাচ্চারা সূর্য ও দীপাকে একসঙ্গে দেখে ফেলেছে। আর সেই শুনে লাবন্য সেখানে ছুটে যায়। আর বাচ্চাদের বলে সেই সূর্যকে এখানে ডেকেছে। যদিও তার আগে দীপা মিথ্যে কথা বলে বিষয়টা ম্যানেজ করে নেয়। কিন্তু তার খুব খারাপ লাগে। বাচ্চাদের মিথ্যে কথা বলতে হচ্ছে সেটা ভেবে। কিন্তু তারপরেও সোনা-রূপা (Sona-Rupa) সূর্যর জিনিসপত্র দেখে অনুমান করে যে, সূর্য এখানেই ছিল।
কিন্তু তারা এতটাই ছোট যে, দীপা (Dipa) তাদের আবারও মিথ্যে বলে বিষয়টা সামলে নেয়। ওদিকে সোনা-রুপার আবদার তারা চারজনে একসঙ্গে থাকবে। অনেকদিন পর মেয়েদের মুখে হাসি দেখে খুশি হয় সূর্যও। যদিও সূর্য রুপাকে জানায় সে তার বাবার মতো। আর সেই কথা শুনে রুপা তারমাকে প্রশ্ন করে যে, তার বাবা কবে আসবে। দীপা জানায় খুব তাড়াতাড়ি আসবে। যেহেতু সূর্য নিজের মেয়ের মতোই রুপাকে ভালোবাসে আর তাই সে রুপার কষ্ট দেখতে পারে না। এমনকি রুপা তাকে বাবা বলে ডাকলে তার বুকের ভিতরটা কেমন হয়।
আর তাই সোনার (Sona) মতো রুপাকে (Rupa) দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। ডিভোর্স ক্যান্সেল করে করে চারজনে মিলে তারা একসঙ্গে থাকবে। তবে এই মিথ্যে একসঙ্গে থাকাই কি তাদের জীবনে বয়ে আনবে আসল সত্যিটাকে? যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Tolly Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।