সোনার কাস্টডি পেতে মরিয়া সূর্য! এবার কি করবে দীপা? টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে

সোনার বাবা কে? চরম পরীক্ষার মুখে সূর্য। ফের একবার টানটান উত্তেজনা ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। মিশকার বুদ্ধিতে আদালতের কাছে সোনার কাস্টডি নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে সূর্য। আর তাতেই এবার বোধহয় সমস্ত সত্যিটা বেরিয়ে আসতে চলেছে। দীপাকে ফাঁদে ফেলার চালে এবার বোধহয় মিশকারই পতন ঘনিয়ে আসছে। তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ধারাবাহিকের পর্ব।
সোনার (Sona) কাস্টডি পাওয়া নিয়ে সূর্য তার ভাইয়ের সঙ্গে কথা বললে সেই তাকে টেস্ট করার কথা বলে। আর ভাইয়ের কথা শুনে সূর্য (Surya) আবারও রাজি হয় সোনা-রুপার আসল পরিচয় জানার জন্য সে টেস্ট করবে। এরপর হাসপাতালে গিয়ে সূর্য দেখতে পায় দীপা (Dipa) বন্ডে সই করে তার বাড়ি চলে গেছে। যথারীতি সূর্য দীপাকে দেখতে ওই বাড়ি ছুটে যায়। এমনকি ডাক্তারের কর্তব্য মতোন কিছু ওষুধের নাম লিখে দিয়ে আসে।
আর তারপরই মিশকাকে (Mishka) সঙ্গে নিয়ে সূর্য এক ল-ইয়ারের কাছে যায়। আর সেখানে ওই উকিল তাকে জানায় যে, সোনার কাস্টডি পেতে গেলে তাকে প্রমান করতে হবে যে সোনা (Sona) আসলে তারই মেয়ে। অর্থাৎ তাকে টেস্ট করাতে হবে। আর এই কথা শুনে ভয় পেয়ে যায় মিশকা। সে মনে মনে বলতে থাকে আগে দুবার সে রিপোর্ট বদলে দিয়েছে। এবারও তাকে কিছু একটা করতেই হবে।
ওদিকে সূর্য (Sury) একথা বাড়িতে জানালে প্রবীর উত্তেজিত হয়ে ওঠে। তবে, লাবন্য শান্ত থেকে প্রবীরকে বোঝায় যে, সূর্য যা করছে তাতে সত্যিটা বেরোনোর একটা পথে সে এগোচ্ছে। এরপর প্রবীর ও লাবন্য মিলে দীপাকে দেখতে যায়। আর সেখানেই নানান কথার মাঝে লাবন্য জানায় যে, সূর্য সোনার কাস্টডি দাবি করতে পারে। আর তখন দীপাও স্পষ্ট জানিয়ে দেয় আগে সূর্য প্রমান করুক সে সোনার (Sona) বাবা। এবার পরীক্ষা তার নয় সূর্যর।
তাহলে কি আগামী দিনে এই পথ ধরেই বেরিয়ে আসবে সোনা-রুপার বাবার খোঁজ? আর তারপর কি এক হবে সূর্য-দীপা (Surya-Dipa)? নাকি মিশকা আবারও কোনো শয়তানি করবে সেকথা বলবে ধারাবাহিকের আগামীপর্ব।