Entertainment

সিসিটিভি ফুটেজ দেখে বাচ্চা চুরির অভিযোগে মিশকাকে ধরলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

সিসিটিভি ফুটেজ দেখিয়ে মিশকার কুকীর্তি ফাঁস করলো দীপা (Dipa)! মিশকাকে (Mishka) ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সূর্য। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, উর্মির বাচ্চা হওয়ার সময় আসন্ন। আর সেই কারণে সূর্যর ফোন পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসে মিশকা। এরপর সূর্য উর্মি সহ তার বাচ্চার দায়িত্ব মিশকার উপর দেয়। আর সেই সুযোগে মিশকাও মনে মনে প্ল্যান সাজায়।

মিশকা (Mishka) ভাবতে থাকে এবার উর্মির সন্তানকে দিয়েই সে সূর্যর (Surya) চোখে দীপাকে খারাপ প্রমান করবে। আর তারপর দীপাকে জেলে পাঠাবে। মিশকার ভাব গতি দীপার কিছুতেই ভালোলাগে না। সে মনে মনে যে কিছু একটা ফন্দি করছে তা অনুমান করতে পারে দীপা। সে ভাবে কিছুতেই সে তার বোনু ও সন্তানের ক্ষতি হতে দেবে না। এরপর অবশেষে উর্মির সন্তান জন্ম নেয়। সেনগুপ্ত পরিবারের সকলে মেতে ওঠে সেই আনন্দে।

তবে, এতকিছুর মাঝেও দীপার কড়া নজর রয়েছে মিশকার (Mishka) উপর। সে হাসপাতাল ছেড়ে কিছুতেই যায় না। কিন্তু কিছুক্ষনের জন্য দীপা উর্মির কেবিন থেকে চলে গেলে মিশকা হাসপাতালেরই এক নার্সকে দিয়ে উর্মির বাচ্চাকে চুরি করায়। দীপা আবার কেবিনে ঢুকতে গিয়েই তড়িঘড়ি কাকে একটা যেন উর্মির কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে। পরে দীপা সেখানে মিশকার পারফিউমের গন্ধ পায়। দীপার আর বুঝতে বাকি থাকেনা যে, এটি মিশকার ষড়যন্ত্র।

কিন্তু ঘুম ভাঙার পর উর্মি (Urmi) নিজের বাচ্চাকে না পেয়ে অস্থির হয়ে ওঠে। সেইসময় দীপাকে সামনে পেয়ে তার উপরই চোটপাট করতে থাকে। এই সুযোগে মিশকাও আরও জোর দিয়ে দীপার (Dipa) উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। কিন্তু দীপা কিছুতেই তা মেনে নেয়না। সে জোর গলায় বলে সে প্রমাণ করার দেবে সে নির্দোষ। আর বাচ্চা এই হাসপাতালেই আছে। আর তারপরই সিসিটিভি ফুটেজ দেখিয়ে মিশকার কুকীর্তি ফাঁস করবে দীপা।

তবে, প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Golpo Solpo’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়।