দীপা অসুস্থ হয়ে যাওয়ায় ডিভোর্স ক্যান্সিল করলো সূর্য! জানুন আসল ব্যাপারটা

তাহলে কি এবার দীপা (Dipa) অসুস্থ হয়ে যাওয়ায় ডিভোর্স ক্যান্সেল করবে সূর্য (Surya)? ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে দীপা সহ সেনগুপ্ত পরিবারের সকলে মিলে হাজির হয়েছে একটি অনুষ্ঠানে। এমনকি মিশকাও (Mishka) রয়েছে সেখানে। দীপাকে টেক্কা দেওয়ার জন্য নাচের মাঝেই মিশকা গিয়েও নাচতে শুরু করে। যদিও পরে সে নিজেই কুপোকাত হয়ে যায়।
তবে, অবশেষে দীপাই (Dipa) তাকে হাত ধরে টেনে তোলে। আর বলে অনেক তো নীচে নামলে মিশকা। এরপরই মিশকা স্টেজ থেকে নিচে নেমে আসে। আর তারপর মিশকা সূর্যর কান ভাঙচি দেয়। বলে যে, দেখ সূর্য দীপা আবারও কেমন আমায় অপদস্ত করলো। এরপর লাবণ্য সেন মঞ্চে আসে। আগামী দিনে ‛লাবণ্যস’-এর নতুন মুখ হিসেবে দীপার নাম নেয়। আর তাতেও দীপাকে আরও একবার ভুল বোঝে সূর্য (Surya)।
মনে মনে বলে যে, দিন দিন দীপা সবার আপন হয়ে উঠছে। আর আমি সবার থেকে দূরে সরে যাচ্ছি। যদিও তারপর মঞ্চে দাঁড়িয়ে সপরিবারে মিলে ছবি তোলে। আর তারপরই ঘটে সেই কান্ড। সূর্য দীপার হাতে ডিভোর্সের ফাইল তুলে দেয়। আর বলে তার মেয়েকে মুক্তি দিতে। এই কথা শুনে তো অবাক হয়ে যায় বাড়ির সকলে। সূর্যকে (Surya) সকলে মিলে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে কারোর কথাই শোনে না।
বরং তখন মিশকা এসে আরও বেশি করে সূর্যর সামনে দীপার (Dipa) নামে বিষ ঢালে। বলে যে, এরপর দীপা নাটক করে বলবে সোনা তার আরেকটি মেয়ে। মিশকার মুখে এসব কথা শুনে রেগে যায় সকলেই। এমনকি লাবন্য সেন মিশকার গালে চড় অবধি মারতে যায়। কিন্তু সূর্য তার হাত ধরে নেয়। বলে যে, সত্যিটাকে তো আর মিথ্যে করা যাবে না। দীপার মেয়ে সত্যি হারিয়ে গেলে আমি তাকে খুঁজে বের করবো।
কিন্তু দীপাকে কোনোভাবে সোনাকে আমার থেকে কেড়ে নিতে দেব না। এসব বলে সূর্য ও মিশকা সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপরই ঘটে যায় অঘটন। দীপা (Dipa) মাথা ঘুরে পরে যায়। সকলেই দীপার চোখে মুখে জল ছেটায়। কিন্তু লাভের লাভ কিছুই হয়না। এরপর জয় (Joy) যায় সূর্যকে খবর দিতে যে দীপা অজ্ঞান হয়ে গেছে। আর সেকথা শুনে সূর্য দৌড়ে যায়।
মিশকা আসতে গেলে জয় তাকে আটকে দেয়। বলে তোমার মতো একটা পয়জেন আমার দাদাভাইয়ের জীবনে থাকলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। যদিও লাবন্য সেন (Labanya Sen) প্রথমে সূর্যকে ছুঁতে দেয়নি দীপাকে। তারপর সকলে বোঝানোর পর সূর্য দীপাকে দেখে বলে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। যথারীতি হাসপাতালে ভর্তি করানো হয় দীপাকে (Dipa)। সবকিছুর আয়োজন করে সূর্য।
শুধু তাই নয় দীপার (Dipa) মাথায় হাত বুলিয়ে দেয়। আর এসব দেখে লাবন্য ও প্রবীর কিছুটা আশার আলো দেখে। এরপর দীপার জ্ঞান ফিরতেই সে সূর্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আর বলে তাকে ছেড়ে না যেতে। অবশেষে কি দীপার (Surya) এই কথায় আদেও মন গলবে সূর্যর? ডিভোর্স কি ক্যান্সেল করে দেবে সূর্য? যদিও একথা বলবে সময়ই।
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি ‛Tolly Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।