সবকিছুর জন্য ক্ষমা চেয়েও লাভ হল না! এবার মুখ ফিরিয়ে নিল দীপা, নয়া ট্যুইষ্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

Anurager Chhowa: অবশেষে এতদিন ধরে করা ভুলের জন্য দীপার (Dipa) কাছে ক্ষমা চাইলো সূর্য! করজোরে তার কাছে ভিক্ষা চাইলো সবকিছু ঠিক করে নেওয়ার। কিন্তু এবার সূর্যকে ক্ষমা করতে নারাজ দীপা। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে, বর্তমানে দীপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে বাঁচাতে মরিয়া সূর্য। আর এসবের মাঝেই সূর্য জানতে পারে যে, কবীরের বাবা হওয়ার ক্ষমতা নেই।
এমনকি তারপরই সে তড়িঘড়ি DNA টেস্ট করতে দেয়। এরপর রিপোর্ট দেখে জানতে পারে যে, সোনা-রুপা (Sona-Rupa) তারই যমজ সন্তান। সব ধোঁয়াশা কেটে যায় সূর্যর। ওদিকে মিশকা (Mishka) হাসপাতালে দীপার কেবিনে ঢুকে তাকে কিছু কিছু কথা বলে যাতে সে আবারও অসুস্থ হয়ে পড়ে। কিন্তু দীপা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে যদি মরে যায় তাহলে সে যেমন সূর্যকে পাবেনা তেমনই মিশকাও পাবেনা। আর একথা শুনে তো আরও একবার রেগে যায় মিশকা।
ওদিকে সূর্য (Surya) কেবিনে এসে মিশকাকে কেবিন থেকে বের করে দেয়। এরপরই সূর্য দীপার (Surya-Dipa) কাছে করজোরে ভিক্ষে চায়। এমনকি বলে যে, সে সবকিছু ঠিক করে দেবে। তাকে আদরে, যত্নে ভরিয়ে রাখবে। কিন্তু এবার আর সূর্যের কোনো কথা শুনতে রাজি হয়না দীপা। তার কেবল একটাই কথা সে চেয়েছিল তার মেয়েরা যাতে বাবার পরিচয় পায়। আর সেটা হয়েছে এতেই সে খুশি। নতুন করে সে আর সূর্যের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়তে চায়না।
আর তারপর সূর্য (Surya) লাবন্যর কাছে এসে ভেঙে পড়ে। তবে, লাবন্য সূর্যকে আশ্বস্ত করে যে, দীপা ঠিক একদিন সব অভিমান কাটিয়ে তার কাছে ফিরে আসবে। এরপর লাবন্য ও প্রবীর মিলে দীপাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু তাতেও সে কোনোভাবেই রাজি হয়না। এবার দেখার পালা কতদিনে দীপার অভিমান কমে। আবারও কি কখনও এক হবে সূর্য-দীপা? সেকথা বলবে সময়।