Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্বে ভুগেছিলেন সুপারস্টার অভিনেতা

হিন্দি চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন রাজেশ খান্না। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিবিদ হিসেবেও তিনি অধিক জনপ্রিয় ছিলেন। তাকে বলিউডের প্রথম সুপারস্টার নামে আখ্যায়িত করা হয়।এছাড়াও, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রকৃত সুপারস্টার হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্বে ভুগেছিলেন সুপারস্টার অভিনেতা

রাজেশ খান্না শুধুমাত্র হিট ছবি নয়, পাশাপাশি জনপ্রিয় ছিলেন তাঁর নিজস্ব স্টাইল ও ফ্যাশানের জন্য। রাজেশ খান্নার পরা শার্ট ও প্যান্টের বিশেষ স্টাইল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো তখনকার তরুণ-তরুণীদের মধ্যে। রাজেশ খান্নার পরা বিশেষ কাটের শার্টটিকে আজও ‘গুরু পাঞ্জাবি’ বা কলার বলা হয়। এছাড়াও বিশেষ কাটের সাফারি-কুর্তার প্রচলন করেন তিনি। 

দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্বে ভুগেছিলেন সুপারস্টার অভিনেতা

এছাড়া, রোমান্টিক হিরো হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়। এমনকি সহ অভিনেত্রীদের সঙ্গে পর্দায় রসায়ন জমিয়ে দিতে তাঁর জুড়ি মেলা ভার। প্রথম জীবনে অভিনেত্রী অঞ্জু মাহেন্দ্র-র সঙ্গে তাঁর প্রেম হয়। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ভালবেসে বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকে।

দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্বে ভুগেছিলেন সুপারস্টার অভিনেতা

তবে, যতীন খান্না নামই ছিল তাঁর প্রথম পরিচয়। নিজের মা-বাবার কাছে বড় হয়ে ওঠার সুযোগও পাননি তিনি। রাজেশ খান্নাকে দত্তক নেয় তাঁরই আত্মীয় চূণীলাল খান্না এবং লীলাবতী খান্না। তাঁর রিল লাইফ রঙিন হলেও তাঁর রিয়েল লাইফ ছিল সাদা কালো। স্কুল ও কলেজ এ পড়াকালীন শুরু করেছিলেন থিয়েটার যাত্রা। আর তারপরই একের পর এক মনোমুগ্ধকর অভিনয় দিয়ে মন জয় করে নেয় দর্শকদের। আর তারপরই অনেকটা পথ হেঁটে ‘আখরি খত’র হাত ধরে ডেবিউ। 

দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্বে ভুগেছিলেন সুপারস্টার অভিনেতা

তারপর খুব কম সময়ের মধ্যেই বলিউডে নাম করে নেয় রাজেশ খান্না। তবে, স্ত্রী ডিম্পল কাপাডিয়া হোক বা সন্তান হোক কারোর সঙ্গেই খুব ভালো সম্পর্ক ছিল না তাঁর। আর তাই শেষ বয়সে বিশাল বড় বাড়িতে একাই দিন কাটাতে হয়েছে তাঁকে। তবে, তাঁর রিয়েল জীবন যে, খুব একটা সুখকর ছিল না তা বেশ স্পষ্ট।