এতোবড় সেলিব্রেটি হয়েও নেই অহংকার! লোকাল বাসে উঠলেন সুপারস্টার দেব-প্রসেনজিৎ, সঙ্গে ‘বং গাই’ কিরণ

কলকাতার লোকাল বসে প্রসেনজিৎ, দেব, কিরণ (Prosenjit-Dev-Kiran)। কিন্তু কেসটা কি? হঠাৎ সুপারস্টারদের সঙ্গে ইউটিউবার কেন? তাই ভাবছেন নিশ্চই? তাহলে কি নতুন ছবিতে কাজ করতে চলেছেন তারা? না না বিষয়টি তেমনটা নয়। চলুন খোলসা করে বলা যাক। আসলে দিন কয়েক আগে ইউটিউবার কিরণ তার ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেন। আর সেটাই এই তিন জনের এক হওয়ার কারণ।
ওই পোস্টে কিরণ দেব ও প্রসেনজিৎ অভিনীত ‛কাছের মানুষ’ র একটি বাসে চড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে দেবকে বাসের ওঠার জায়গাতে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকতে দেখা যায়। আর সেটা দেখেই কিরণ ক্যাপশনে লেখেন যে, ‛এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব। বাস্তবজীবনে এরকমভাবে চড়ে দেখাও তো দেখি। আর তারপরই ট্যাগ করে দেব ও প্রসেনজিৎকে।
এককথায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। আর তারপরই দেব ও প্রসেনজিৎ দুজনেই পাল্টা উত্তর দেন। দেব লিখেছেন যে, ‛চল ডান পরশু বাসে দেখা হবে’। আর প্রসেনজিৎ লিখেছেন ‛আচ্ছা ঠিক আছে! পরশু বাসে দেখা হচ্ছে’। তারপরই সেই পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করে কিরণ ক্যাপশনে লিখেছেন যে, ‛একি বদ্দা তুমিও? বাস লেটে এলে আবার টুইট করে দিও না।
যেমন কথা তেমন কাজ। এরপরই গতকাল একই বাসে দেখা মেলে তিনজনের। দেব ও প্রসেনজিতের পরণে ছিল কালো রঙের টি-শার্ট। আর ওই টি-শার্টে লেখা ‛কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’। তিনজনের একসঙ্গে তোলা এই ছবি কিরণ শেয়ার করেছেন ফেসবুক হ্যান্ডেলে। এমনকি ইঙ্গিত দিয়েছেন খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আসলে সবকিছুই হচ্ছে দেব-প্রসেনিজিৎ অভিনীত ‘কাছের মানুষ’ ছবির প্রমোশনের জন্য এটা কারো আর বুঝতে বাকি নেই।