Entertainment

Sunny Leone: লোকে আর বলতে পারবে না, আমি শুধুই পর্ণস্টার: সানি লিওন

Advertisement
Advertisements

কান চলচ্চিত্র উৎসবে হাউসফুল সানি লিওনের ‛কেনেডি’। বর্তমান তিনি পর্ন ছবির দুনিয়া ছেড়ে জায়গা করে নিয়েছেন মূল ধারার ছবিতে। তবে, এই পথটা কিন্তু মোটেই সহজ ছিল না। কিন্তু আজও অন্য ধারার ছবিতে কাজ করেও তার নামের পাশ থেকে যায়নি ‛পর্ন তারকা তকমা’। এখনও পর্যন্ত গুগলে দেখা যায় সানির (Sunny Leone) নগ্ন ছবি। এমনকি বিভিন্ন পর্ন সাইট গুলিতেও সানির পর্ন ফিল্মের দেখা মেলে।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

তবে, এসব পেরিয়ে সানির ছবি আজ জায়গা করে নিয়েছে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে। বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভ্যাল এটি। অনুরাগ কাশ্যপের ছবি ‛কেনেডি’-এর অংশ হয়ে হাজির হয়েছিলেন সানি। এই ছবিতে তার চরিত্রেই নাম ‛চার্লি’। ‛নেভার সিন বিভোর’ অবতারে দেখা দিয়েছেন অভিনেত্রী। এদিন কান চলচ্চিত্র উৎসবে শ্যাম্পেনে রঙা থাই-হাই স্লিট গাউনে ধরা দিয়ে উষ্ণতার পারদ চড়িয়েছিলেন সানি (Sunny Leone)।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

তবে, নিজের জীবন ও তার কাজের জায়গা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন যে, গত কয়েক বছরে মেইন স্ট্রিম ছবিতে জায়গা করে নেওয়াটা কত কঠিন ছিল। তাকে বহু সমালোচনা, কটুকথা শুনতে হয়েছিল। কিন্তু তিনি কিছুতেই কান দেননি। কেননা তিনি কর্মে বিশ্বাসী। একটা সময় নাকি অনেকে তাকে বলেছিল যে, তুমি সানি লিওন। তুমি একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। তবে, বর্তমানে তার কাজে কেউ আর তাকে সেসব কথা বলতে পারবেন না বলেই সানি (Sunny Leone) আশাবাদী।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

সানি (Sunny Leone) বিশ্বাস করেন যে, সব কটুকথা হজম করে এগিয়ে যাওয়ার নামই জীবন। কিন্তু কখনও কখনও এইসব কথা তাকে কষ্ট দেয় বলে তিনি জানিয়েছেন।