Sunny Leone: ‘সন্তানরা ঘৃনা করবে না তো’! অতীতের অন্ধকার দিক নিয়ে চিন্তিত সানি লিওন

Sunny Leone নিজের অতীত নিয়ে চিন্তায় সানি লিওনি। কিন্তু হঠাৎ সানির অতীত তাকে চিন্তায় ফেললো কেন? আসলে একটা সময় তার পর্ন তারকা হয়ে জীবন কাটানোই তাকে চিন্তায় ফেলেছে নতুন করে। প্রায় পনেরো বছরের বেশি সময় হলো, পর্ন জগৎ থেকে সানি সরে এসেছেন। শুধু তাই নয় বলিউডের (Bollywood) বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন। তবুও এখনও তার নামের পাশ থেকে যায়নি ‛পর্ন তারকা তকমা’।
View this post on Instagram
এখনও পর্যন্ত গুগলে ‛প্লেবয়’ অথবা ‛পেন্ট হাউস’ সার্চ করলে কভার পেজে দেখা যায় সানির নগ্ন ছবি। এমনকি বিভিন্ন পর্ন সাইটগুলিতেও সানির পর্ন ফিল্মের দেখা মেলে। তবে, এই সবকিছু তার সন্তানদের উপর কি প্রভাব ফেলবে সেই নিয়েই বেশ চিন্তায় রয়েছেন সানি লিওনি। ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানি। এখন তাদের তিন সন্তান। দুই ছেলে আর এক মেয়ে।
View this post on Instagram
আর এই ছেলেমেয়ে বড় হলে গুগলে সার্চ করলেই জানতে পারবে তার মায়ের অন্ধকার জীবনের কথা। আর তখনই তাকে ঘৃণা করবে কিনা সে কথা ভেবেই ভয়ে জড়সড় সানি (Sunny Leone)। রীতিমতো ভয় তাড়িয়ে বেড়ায় তাকে। সানি চান তার অতীতের অন্ধকার জীবনের ঘটনার কথা নিজে মুখেই তার সন্তানদের জানাতে। কিন্তু তিনি বলার আগেই যদি সন্তানরা তা জেনে ফেলেন এমনকি তাকে নিয়ে লজ্জা বোধ করেন তাহলে কিভাবে তিনি সামলাবেন সেই নিয়ে চিন্তায় সানি। আগামী দিনই বলবে সানির জীবন কোনদিকে মোড় নেবে।