×
Entertainment

ফের চর্চায় শাহরুখ কন্যা, শীতের পোশাক নেটিজেনদের নজর কাড়লেন সুহানা খান

বলিউডের “কিং খান” হিসেবে একনামেই যাকে সারা দুনিয়া চেনে তিনি হলেন সকলের প্রিয় শাহরুখ খান। তাঁর চলচ্চিত্রের সংখ্যা অগণিত। অসামান্য একজন ব্যাক্তিত্ব তথা অসাধারণ অভিনয় দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সকল মানুষের। হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

১৯৮০ এর দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ডর, বাজীগর, আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড ও বলিউড তারকাদের তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে। তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়।

ADVERTISEMENT

আর সেই কিং খানের আদরের মেয়ে সুহানাকে কেই না চেনে। আপাতত সে পড়াশোনার জগতেই বিরাজ করছে। আর তাই পড়াশোনা শেষ করতে সে সদ্য দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা দিয়েছে। নিও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুহানা।

তবে, পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ শাহরুখ তনয়া। নিত্যনতুন ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন সকলকে। সম্প্রতি সুহানা তাঁর নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তাকে একটি সাদা রঙের হাইনেক পশমের ফুলহাতা টপ ও স্কাট পরে নিজের ভঙ্গিমায় ছবি তুলতে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট হওয়া মাত্রই অনুরাগীরা ভরিয়ে দিয়েছে তার কমেন্ট সেকশন। সম্প্রতি সুহানার পোস্ট করা ছবি গুলিই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles