Entertainment

মেকআপ ছাড়াই দুধ সাদা পোশাকে লাস্যময়ী সুহানা, শাহরুখ কন্যার ছবি ঝড়ের বেগে ভাইরাল

Advertisement

সামার ফ্যাশানে উষ্ণতার পারদ চড়ালেন শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan)। স্টার কিড হওয়ার দৌলতে ছোট থেকেই লাইমলাইটে রয়েছেন সুহানা খান। নতুন করে তাকে নিয়ে পরিচয় দেওয়ার দরকার পরেনা নিশ্চই। শাহরুখ খান (ShahRukh khan) ও গৌরী খানের (Gouri Khan) মেয়ে তিনি। ছোট থেকেই বড় আদরে মানুষ হয়েছেন তিনি। বর্তমানে সুহানার রূপের আগুনে কুপোকাত হন সকলেই। আর এবারে আরও একবার তাকে দেখা গেল হট লুকে।

সাদা রঙের পাতলা কাট-আউট পোশাকে ধরা দিয়েছেন সুহানা। কোনো মেকআপ ছাড়া সাধারণ আউটফিটে বেশ গ্ল্যামারাস লাগছে শাহরুখ কন্যাকে। নিজেকে কিভাবে লাইম লাইটে রাখতে হয় তা বেশ ভালোই জানেন সুহানা। আর তাইতো মাঝেমধ্যেই তার হট লুকের ছবি দিয়ে ঘায়েল করেন ভক্তদের। এবারেও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই অভিনয় জগতে পা রেখে ফেলেছেন সুহানা।

জোয়া আখতারের ‛দ্য অর্চিস’ ছবিতে তাকে দেখা যাবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে, বড়পর্দায় নয় নেটফিক্সে মুক্তি পাবে এই ছবি। কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের গল্প উঠে আসবে এই ছবি। সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি। শাহরুখ কন্যাকে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।

তবে, সম্প্রতি সুহানার এই ছবি দেখে একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। এমনকি অনেক বলি তারকা যেমন অনন্যা পান্ডে, শানায়া কাপুর সহ অনেকেই প্রশংসার বন্যায় ভরিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সুহানার এই ছবি।