×
Entertainment

লাস্যময়ী রূপে নেটদুনিয়ায় আগুন ঝরালেন শাহরুখ কন্যা সুহানা খান, ভাইরাল দৃশ্য

শীতের সকালে হাতে এক কাপ চা না থাকলে কি আর চলে। গরম চায়ের কাপে চুমুক না বসালে মাথা থেকে শরীর কিছুই যেন ছাড়ে না। এমনিতেই শীতের যা প্রকোপ কিছুতেই বিছানা ছাড়তে চায় না মন। তাই চা চায় আপামর সব মানুষেরই। শীতের সকালে পছন্দের চা বা কফি থাকলে মেজাজ হয়ে যায় ফুরফুরে।

ঠাণ্ডা তো আর কাউকে ছাড়ে না। তবে ঠান্ডাতেও কিভাবে হট লাগে এই তারকা ও তারকাদের ছেলে মেয়েদের বুঝে পায় না। কি তাই তো। এর কারণটা আসলে তাঁদের অনুরাগীরা। ভক্তরা তাঁদের এতটাই ভালোবাসেন যে যেকোনো লুকেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন।

ADVERTISEMENT

প্রসঙ্গত বলিউডের কিং খান যাঁর ভক্ত রয়েছে অগুন্তি। তাঁর কন্যার ভক্তও কিন্তু কম নয়। ইনস্টাগ্রামে খুব ফ্যান ফলোয়িং তাঁর। শাহরুখ কন্যা সুহানা খান যায় পোস্ট করুক না কেন তা মুহূর্তে হয়ে যায় ভাইরাল। আর তাতে লাইক ও কমেন্ট হয় অগুন্তি। ঠিক একই ঘটনা ঘটলো আজও।

শীতের সকালে হাতে একটি কফি মাগ নিয়ে আপন মনে ফুরুফুরে মেজাজের ছবি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। পোস্ট করার সাথে সাথেই ভরে গেলো তার কমেনটবক্স, লাইক পরলো কত শত। ছবিতে নায়িকাকে দেখা যাচ্ছে কফি মাগ হাতে, নখে রয়েছে লাল নোখপালিস। বাদামি রঙের গলা ভর্তি গেঞ্জি টপ এবং খয়েরি রঙের প্যান্ট পরে রয়েছেন সাথে ক্যারি করছেন হালকা নিউড মেক-আপ। আবার কোনো ছবিতে দেখালেন তিনি কি জুতো পরে আছেন। কোনো ছবিতে আবার নিজের শীতের সম্পূর্ন আউটফিটের ছবি শেয়ার করলেন।

ADVERTISEMENT

Related Articles