সান্টা-ক্লজের সাজে আদিদেব, পুঁচকে ছেলের সাথে খুনসুটিতে ব্যস্ত ‘রান্নাঘর’-এর সুদীপা
বছরের পর বছর কেটে গিয়েছে কিন্তু তার সঞ্চালনায় খামতি নেই কোনো। বরং আগের চেয়ে আরও বেশি স্বতঃস্ফূর্ত এবং পরিপক্ক হয়েছে তাঁর সঞ্চলনা। বিকেল সাড়ে ৪ টে বাজলেই জি বাংলার রান্নাঘরে তাকে না দেখলে যেন মন ভরে না দর্শকদের। আর ভরবেই বা কি করে? বছরের পর বছর ধরে কিছু কম অতিথি তো আর আসেনি এই মঞ্চে।
সে প্রচারের আলো থেকে অনেক দূরের কোন অচেনা গৃহবধূ হোক বা তারকা অভিনেতা বা অভিনেত্রী সবাইকেই তিনি সামলেছেন হাসিমুখে। সঞ্চালনায় সুদীপার ঘরোয়া ভঙ্গিমা এতটাই মিষ্টি আর এতটাই ঘরোয়া যে, যেকোনো সাধারণ রান্নাও তার করা ও বলার ছলে দর্শকরা মুগ্ধ হয়ে দেখতেন। আর রান্না টেস্ট করে তার হু হু বলার ধরণ রীতিমতো জনপ্রিয় সবার কাছে।
তবে, সম্প্রতি করোনা আবহে এবছর সব উৎসব পালনই অতটা জমজমাট ভাবে হচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই খ্রিস্টামাসের আনন্দে মেতে উঠলেও এবছর সবাইকেই মাথায় রাখতে হচ্ছে সাবধানতার কথা। আর যেখানে ছোট বাচ্চা রয়েছে সেক্ষত্রে তো আরওই মেনে চলতে হচ্ছে সেকথা।
আর তাই এবার ঘরে বসেই খ্রিস্টামাসের আনন্দ উপভোগ করলেন সুদীপা। সম্প্রতি সুদীপা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁকে তাঁর ছেলে আদিদেব কে নিয়ে সান্তার টুপি পরে বেশ মজা করে ছবি তুলতে দেখা গেছে। সম্প্রতি মা ও ছেলের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।