×
Entertainment

‘কিরে খুব বড়ো হয়ে গেছিস? দেখেও না দেখার ভান করছিস?’ মিঠুন চক্রবর্তীর কাছে খুব বকা খেয়েছিলেন সুদীপা

Sudipa-Mithun সম্প্রতি গিয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা তিনি। বাংলা ছবির পাশাপাশি বলিউডেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। সিনেমা ছাড়াও রিয়েলিটি শোয়ের মঞ্চে মহাগুরুর আসনে দেখা যায় তাকে। সারা দেশ জুড়ে তার লাখো লাখো ফ্যান। এমনকি দেশের বাইরেও তার ফ্যানের সংখ্যা অগুনতি।

‘কিরে খুব বড়ো হয়ে গেছিস? দেখেও না দেখার ভান করছিস?’ মিঠুন চক্রবর্তীর কাছে খুব বকা খেয়েছিলেন সুদীপা -

সাধারণ মানুষ ছাড়াও ইন্ডাস্ট্রির মানুষ, অভিনেতা-অভিনেত্রীরাও তার প্রতিভায় গুণমুগ্ধ। তেমনই রান্নাঘরের সঞ্চালিকা মিঠুনের বিগ ফ্যান। মিঠুন চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি একটি মজার ঘটনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক আগের ঘটনা। একটি পার্টিতে মিঠুন চক্রবর্তী তার দলবল নিয়ে এগিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন সুদীপা। কিন্তু তিনি মিঠুন চক্রবর্তীকে হাই অব্দি বলেননি।

‘কিরে খুব বড়ো হয়ে গেছিস? দেখেও না দেখার ভান করছিস?’ মিঠুন চক্রবর্তীর কাছে খুব বকা খেয়েছিলেন সুদীপা -

তখন মিঠুন চক্রবর্তী পিছন ফিরে সুদীপাকে বলেন, “কি রে খুব বড়ো হয়ে গেছিস নাকি? স্টার? দেখেও না দেখার ভান?” তখন কিছু বলতে পারেননি সুদীপা। মিঠুন চক্রবর্তীর পা ছুঁয়েছিলেন শুধু। এতো বড়ো তারকা হয়েও এতটুকুও অহংকার না থাকার কারণেই যে আজ মিঠুন চক্রবর্তী এই জায়গায় সেকথা নিজের পোস্ট লিখেছেন সুদীপা।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

সুদীপার পোস্টে সবাই মিঠুন চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি এই ঘটনা জানার পর অভিনেতার প্রতি তার অনুরাগীদের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। একজন তারকা হওয়ার আগে যে তিনি একজন মানুষ তার প্রমাণ মিলেছে সুদীপার এই পোস্টে।