Entertainment

গরমের জ্বালায় অতিষ্ঠ! ছোট পোশাকে জলকেলিতে মাতলেন ‘রান্নাঘর’-এর সুদীপা, ভাইরাল ভিডিও

Advertisement

‛আজকাল সবাই ক্লিভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন’! সুইমশ্যুটে ছবি ও ভিডিও (Video) শেয়ার করতেই সুদীপাকে (Sudipa Chatterjee) কটাক্ষ নেটিজেনদের। প্রতিদিন বিকেল সাড়ে চারটে বাজলেই তিনি হাজির হতেন একেরপর এক মজাদার খাবারের রেসিপি নিয়ে। তবে, কয়েকমাস হল শেষ হয়েছে ‛রান্নাঘর’ (Rannaghor)। আর তারপর থেকে নিজের শাড়ি ও আচারের ব্যবসা নিয়ে তিনি বেজায় ব্যস্ত। কিন্তু তা সত্ত্বেও ছেলের সঙ্গে সময় কাটাতে কিন্তু একেবারেই ভোলেননা সুদীপা।

বরাবরই তাকে শাড়িতে দেখে অভ্যস্ত সকলেই। তার শাড়ি ও জুয়েলারির কালেকশনে চোখ আটকায় প্রতিটি নারীর। তবে, সেসব ছেড়ে এবার একেবারে খোলামেলা পোশাক অর্থাৎ সুইমশ্যুটে ধরা দিলেন ‛রান্নাঘরের রানী’। বৈশাখ আসতে না আসতেই যা গরম পড়েছে তাতে সুইমিং পুলের জলে গা ভেজাতে কার না ইচ্ছে হয় বলুন তো দেখি? আর এবার সেই তালিকায় বাদ গেলেন না সুদীপাও।

এদিন কালো রঙের ডিপ নেকের স্নান পোশাকে দেখা মিলেছিল সঞ্চালিকার। ছেলে আদিদেবকে (Aadidev Chatterjee) সঙ্গে নিয়ে তাকে জলকেলি করতে দেখা গিয়েছে। রবিবারে একেবারে ছুটির মেজাজে ধরা দিয়েছেন মা ও ছেলে। কখনও সুদীপাকে সুইমিং পুলের জলে সঙ্গে ভাইয়ের মেয়েকে নিয়ে জলকেলি করতে দেখা যাচ্ছে। আবার কখনও ছেলের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভাইয়ের মেয়ের সঙ্গেও সেলফিতে ধরা দিয়েছেন সুদীপা।

এদিনের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই শেয়ার করেছেন সুদীপা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛হর পল এয়সে জিও, জ্যায় কে আখরি হো’। গানের লাইনটাকেই ক্যাপশনে দিয়েছেন সুদীপা। ভিডিও (Video) শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার অনেকে কিন্তু ট্রোল করতে একেবারেই ছাড়েননি।

গরমের জ্বালায় অতিষ্ঠ! ছোট পোশাকে জলকেলিতে মাতলেন 'রান্নাঘর'-এর সুদীপা, ভাইরাল ভিডিও

লিখেছেন যে, ‛আজকাল সবাই ক্লিভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন’! যদিও এসবে একেবারেই কান দেননি সুদীপা। আগামী দিনে তাকে চ্যানেলের নববর্ষ স্পেশাল অনুষ্ঠানে দেখা যাবে। এমনকি জি বাংলারই (Zee Bangla) একটি রান্নার অনুষ্ঠান ‛আজকের অন্নপূর্ণা’-তে বিচারকের আসনে দেখা যাবে।