×
Entertainment

ডেলিবরি বয় বিতর্কের জেরে ‘রান্নাঘর’-এর কর্তী বদল! সঞ্চালিকা হচ্ছেন অপরাজিতা আঢ্য? মুখ খুললেন সুদীপা

‛রান্নাঘর’ এ সুদীপার (Sudipa Chatterjee) জায়গায় নাকি সঞ্চালক হিসেবে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। আদতে একথা কতটা সত্যি তা খোলসা করলেন সুদীপা নিজেই। ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৭ আগস্ট। যেখানে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রান্নাঘরের রানী সুদীপা। এমনকি একটি পোস্টও করেছিলেন।

ডেলিবরি বয় বিতর্কের জেরে ‘রান্নাঘর'-এর কর্তী বদল! সঞ্চালিকা হচ্ছেন অপরাজিতা আঢ্য? মুখ খুললেন সুদীপা -

তার করা ওই পোস্টে সুদীপা লিখেছিলেন যে, ‛আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারী বয় ও কেন ফোন না করে গন্তব্যে পৌঁছাতে পারে না। আর ফোন করে কেন বলে, আমি আসছি, আপনি গেটটা খুলুন। আমি কি দারোয়ান নাকি যে গেট খুলবো’। আর তারপরই প্রতীক মুখোপাধ্যায় নামের এক ব্যাক্তি সুদীপার পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করেন। আর তারপর ধীরে ধীরে ভাইরাল হতে থাকে ঘটনাটি।

ডেলিবরি বয় বিতর্কের জেরে ‘রান্নাঘর'-এর কর্তী বদল! সঞ্চালিকা হচ্ছেন অপরাজিতা আঢ্য? মুখ খুললেন সুদীপা -

বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। অভিনেতা অরিত্র চট্টোপাধ্যায়ও মন্তব্য করেছেন। পাশাপাশি মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নায়িকা লিখেছিলেন যে, ‛উদ্ধত, অসভ্য এই মহিলা’। আর তার পাল্টা জবাব দিয়েছিলেন সুদীপাও। এরপর প্রকাশ্যেই দুই অভিনেত্রীর মধ্যে একের পর এক কথা নিয়ে চুলোচুলি শুরু হয়।

যদিও এই বিষয়টি নিয়ে লম্বা বিবৃতি দিয়ে ক্ষমাও চান সুদীপা। কিন্তু তাতে চিড়ে ভেজে না। নেটিজেনরা সন্তুষ্ট নয় তার কথায়। আর এই বিতর্কের রেশ থিতু হতে না হতেই শোনা যায় রান্নাঘর থেকে নাকি বাদ পড়েছেন সুদীপা। ডেলিভারি বয়কে অপমানের জেরেই নাকি এই পদক্ষেপ। তার জায়গায় সঞ্চালিকা হবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর এই বিষয়ে এক সাক্ষাৎকারে সুদীপাকে প্রশ্ন করা হলে তিনি খানিকটা বিরক্তি প্রকাশ করেন।

স্পষ্টই জানান যে, তার কাছে এ ধরণের কোনো খবর নেই। কিছু মানুষ নিজেদের পাবলিসিটির জন্য এসব করছেন। এমনকি সুদীপা আরও বলেছেন যে, মানুষ তার জবাব কাজেই পাবেন। আপাতত চতুর্থী পর্যন্ত তিনি শ্যুটিং করে এসেছেন।