EntertainmentVideoViral Video

Bhojpuri Video : ফুলসজ্জার ঘরে শুভি শর্মার সাথে চরম ঘনিষ্ট মুহূর্তে নিরাহুয়া, ভাইরাল ভিডিও দেখে ঘুম উড়েছে ভক্তদের

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বেড়ে চলেছে ভোজপুরি ইন্ডাস্ট্রির। বলিউডের পাশাপাশি ভোজপুরি ছবি দেখতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে জনপ্রিয়তা পায় ভোজপুরি ইন্ডাস্ট্রির গানগুলি (Bhojpuri Song)। আর ছবিতে যদি থাকেন এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় জুটি দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) তথা নীরাহুয়া এবং শুভি শর্মা (Subhi Sharma ) তাহলে তো আর কথাই নেই।সম্প্রতি, ফের একবার রোমান্টিক ভিডিওতে ধরা পড়লেন জনপ্রিয় এই দুই তারকা। তাদের রোমান্স দেখে রাতের ঘুম উড়েছে নেট নাগরিকদের। 44 বছরের নায়ক এবং 36 বছরের নায়িকা দুজনেই মেতে উঠেছেন যৌবনের খেলায়।

  • Movie : Nirahua Hindustani 3
  • Song: Pala Mein Laga Ke Kadi
  • Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) , শুভি শর্মা (Subhi Sharma )
  • Singer : Alok Kumar, Priyanka Singh

  • Story : গোটা ভিডিওতেই বেশ রোমান্টিক মুডে দেখা গেছে দুই তারকাকে। ফুলশয্যার রাতে খানিকটা লজ্জা রাঙা মুখে দুজনেই দুজনের চোখের ইশারায় একে অপরকে নিবেদন করেছেন প্রেম। ছোট্ট পোশাকে শুভি শর্মার ভারী শরীরের একাধিক খাঁজ বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যা বেশ আকৃষ্ট করেছে নেটপাড়ার বাসিন্দাদের।
  • YouTube Channel : SRK Music নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে।
  • Views : প্রায় 4 বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 11 মিলিয়ন মানুষ। যার মধ্যে 43 হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।

সব মিলিয়ে বলা চলে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে দীনেশ ও শুভি (Dinesh-Subhi) এই ভিডিও।