×
Entertainment

‘তুমি আমার পৃথিবী! তুমি সেরা, চুমু’, অন্তরঙ্গ ছবি শেয়ার করে রাজকে জন্মদিনের শুভেচ্ছা শুভশ্রীর

‛তুমি আমার পৃথিবী। তুমি সেরা। চুমু’,  রাজের (Raj Chakraborty) জন্মদিনে আদরমাখা পোস্ট স্ত্রী শুভশ্রীর (Subhashree Ganguly)। টলিউডের পাওয়ার কাপেল তারা। ২০১৭ সালে ভালোবেসে তারা বাগদান সারেন। এরপর ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বছর দুয়েকের মাথায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। বর্তমানে সন্তানকে সঙ্গী করে তারা সুখেই দিন কাটাচ্ছেন।

পাশাপাশি সামলে চলেছেন সব দায়িত্ব-কর্তব্য। দর্শকেরা তাদের এতটাই পছন্দ করেন যে, ভালোবেসে তাদের ‛রাজশ্রী’ বলে ডাকেন। আর আজ রাজের জন্মদিন। আর তাই ঘড়ির কাঁটায় ১২ টা বাজতেই স্বামী রাজকে ঘরোয়াভাবে কেক কাটিয়ে সেলিব্রেশন শুরু করলেন শুভশ্রী। এমনকি ইন্সট্রাগ্রামের পাতায়ও শেয়ার করে নিলেন সেই ভালোবাসায় ভরা মুহূর্ত।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে, টেবিলের উপর রাখা দুটি কেক। আর তারই সামনে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন পরিচালক মশাই। তারপরের দুটি ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে রাজকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিতে। আর এই সব ছবি শুভশ্রী শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি বার্থডে পার্টনার রাজ চক্রবর্তী। আমি জানি তোমাকে পেয়ে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান আমি। সমস্ত সুখ, স্বাস্থ্য এবং সাফল্য তোমার হোক। আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। তুমি সেরা। চুমু’।

আর এই ছবি প্রকাশ্যে আসামাত্রই ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব থেকে শুরু করে অনুরাগীরা রাজকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি ফের একবার ‛রাজশ্রী’র আদুরে মাখা ছবি দেখে ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরা।