Subhashree Ganguly : ব্লাউজ ছাড়া শাড়িতে রাই সুন্দরীকে টেক্কা রাজ পত্নী শুভশ্রীর, ভাইরাল ছবি

Subhashree Ganguly : পরণে বেইজ রঙের শাড়ি! খোলা চুলে বিরহিনীর রূপে নতুন অবতারে ধরা দিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। টলিপাড়ার প্রথম শাড়ির নায়িকা তিনি। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে মাত্র ১৭ বছর বয়সে বর্ধমান থেকে কলকাতায় পা রেখেছিল মেয়েটি। ধীরে ধীরে সেই স্বপ্নকে তিনি রূপ দিয়েছেন বাস্তবে। আজ তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অভিনয় দক্ষতার জেরেই তিনি জায়গা করে নিয়েছেন সকলের হৃদয়ে। সবচরিত্রেই তিনি যে সাবলীন তা প্রমাণ করেছেন।
Subhashree Ganguly’s Instagram Post
View this post on Instagram
কখনও পরিণীতা হয়ে স্কুল পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। আবার কখনও বৃদ্ধা ইন্দুবালা হয়ে সামলেছেন ভাতের হোটেল। শুধু রোম্যান্টিক সিনেমাই নয় ভিন্ন ধারার ছবিতেও তিনি যে দক্ষ তা প্রমাণ করে শুভশ্রীর (Subhashree Ganguly) এইসব ছবিগুলি। এককথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি টলিউডের (Tollywood) অন্দরের লম্বা রেসের ঘোড়া। অভিনেত্রী ছাড়াও তার আরও দুটি পরিচয় আছে।
View this post on Instagram
তিনি টলিপাড়ার জনপ্রিয় পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী। পাশাপাশি তিনি ইউভান (Yuvaan)-এর মাও বটে। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভশ্রী (Subhashree Ganguly)। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। বর্তমানে স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। এমনকি ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসাও।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ শুভশ্রী। বলতে গেলে ঘরে-বাইরে দুটোই একাহাতে সামলাচ্ছেন নায়িকা। পাশাপাশি মাঝেমধ্যেই ধরা দেন হট লুকে। সম্প্রতি শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। যেখানে তাকে একেবারে অন্য অবতারে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরণে রয়েছে বেইজ রঙের শাড়ি। হাতে সবুজ রঙের চুড়ি। খোলা একঢাল লম্বা চুলে একেবারে বিরহিনীর রূপে দেখা যাচ্ছে শুভশ্রীকে। ঠিক যেমনটা ঐশ্বর্যকে দেখা গিয়েছিল। ভিডিও শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛কামিং সুন’। শুভশ্রীর এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। প্রসংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। এবার দেখা যাক আগামী দিনে অনুরাগীদের জন্য কি চমক আনতে চলেছেন অভিনেত্রী।