‘একটা গামলা দেখান যেটা বাথটব হিসেবে ব্যবহার করা যায়’! বাসনের দোকানে ফটোশুট করে ট্রোলের শিকার শুভশ্রী

‛দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’। নেটমাধ্যমে ছবি শেয়ার করতেই শুভশ্রীকে কটাক্ষ নেটিজেনদের। আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ব্যাপারটা নতুন কিছু নয়। বিশেষ করে তারকাদের পান থেকে চুন খসলে নিমেষেই তাকে নিয়ে শুরু হয় হয় কটাক্ষ। আর সম্প্রতি এবার তেমনটাই ঘটলো অভিনেত্রী শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে।
View this post on Instagram
শনিবার নিজের কয়েকটি ফটোশ্যুটের ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাসনের দোকান। ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛ I Vibe different’। এমনকি ওই বাসনের দোকান থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। তবে, শুভশ্রী এই ছবির মাধ্যমে অন্যরকম কিছু বার্তা দিতে চাইলেও নেটিজেনরা তাতে একেবারে জল ঢেলে দিয়েছেন।
View this post on Instagram
শুধু কি তাই? বরং প্রশংসার চেয়ে নিন্দের বন্যায় ভরিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন ‛দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’। আবার কেউ লিখেছেন ‛সত্যি বলতে এডিটিং জগন্য’। আবার কেউ লিখেছেন ‛মাথামুণ্ডুহীন একটা কাজ’। একজন আবার বলেছেন,একটা গামলা দেখান যেটা বাথটব হিসেবে ব্যবহার করা যায়! কেউ আবার অভিনেত্রীর এই আইডিয়াকে সাউথের অভিনেত্রী কাজল আগরওয়ালের থেকে কপি করা বলে জানিয়েছেন। যদিও এই নিয়ে কোনোরকম মন্তব্য করেননি অভিনেত্রী।
আগামী দিনে শুভশ্রীকে ‛ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে দেখা যাবে। যেখানে তার লুক থেকে অভিনয় মনজয় করে নিয়েছে ভক্তদের। এমনকি ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে তাকে বিচারকের আসনে দেখা যাচ্ছে।