×
EntertainmentTrending

মা হবার পর শরীরে বেড়েছে মেদ, রোগা হতে জিম শুরু করলেন রাজঘরণী শুভশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আমরা সকলেই চিনি। সম্প্রতি তিনি এক পুত্রের জন্ম দিয়েছেন। তার পুত্রের নাম ইউভান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট হতে দেখা গেছে। এখন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার আগের ফিটনেস আবার ফিরে পেতে চান।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এবং মা হওয়ার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ওজন বেড়ে গিয়েছে। নিজের বেড়ে যাওয়া ওজন কমানোর জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন ময়দানে নেমেছেন। নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় খুব সচেতন। তাই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি সচেতনতা অবলম্বন করছেন। এর সাথেই তিনি এখন ওয়ার্কআউট করছেন।

ADVERTISEMENT

নিজের পুরোনো শরীর আবার ফিরে পাওয়ার জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন জিম শুরু করেছেন। জিম করার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। বলাবাহুল্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে দেখে সাধারণ মানুষরা অনুপ্রাণিত হচ্ছেন। প্রেগনেন্ট থাকাকালীন তার ওজন বেড়ে যাওয়াতেও তিনি ক্যামেরার থেকে দূরে থাকেননি। এ বিষয়ে তিনি জানিয়েছেন যে ওজন বেড়ে যাওয়া কিন্তু সাধারণ ব্যাপার। বিশেষ করে মা হওয়ার সময় ওজন বাড়তেই পারে। তাই লজ্জা পাওয়ার কোন কারণ নেই এ বিষয়ে।

বলাবাহুল্য নিন্দুকেরা তার ছবি নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন। কিন্তু তাতে তার কিছু এসে যায় না। প্রেগনেন্সি থেকে শুরু করে ইউভান হওয়া পর্যন্ত সব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সেই ছবি দেখে অবশ্য নেটিজেনরা প্রশংসা করেছেন। তাই শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন নিজের আগের ফিগার ফিরে পাওয়ার জন্য জোর কদমে মাঠে নেমে পড়েছেন। সত্যিই মানুষের ইচ্ছে থাকলে সবই করতে পারে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এটাই প্রমাণ করেছেন।

ADVERTISEMENT

Related Articles