রাজের খালি গায়ের ওপর শুয়ে শুভশ্রী, মনোকিনি আর বেবি বাম্পে নজর কাড়লেন হবু মা শুভশ্রী!

মাসের শুরুতেই মা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দেন টলিউডের পাওয়ারফুল জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কি সেই খবর, মাত্র ৩ বছর বয়সেই প্রমোশন হচ্ছে তাঁদের চোখের মণি ইউভান (Yuvaan Chakraborty) চক্রবর্তীর। বড় দাদা হচ্ছে সে। রাজ-শুভশ্রীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী। ইউভানকে কখনই আড়ালে আবডালে নয়, সকলের চোখের সামনে মানুষ করেছেন তারা। এবার একটি লিটল প্রিন্সেসের অপেক্ষায় রাজ-শুভশ্রী। আপাতত প্রেগনেন্সির দ্বিতীয় ধাপে রয়েছেন ইন্দুবালা।
View this post on Instagram
আগামী ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীর। সম্প্রতি স্বামী ও পুত্রকে নিয়ে বেবিমুনের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া (Indonesia) গিয়েছেন হবু মাম্মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট কর চলেছেন অভিনেত্রী। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন শুভশ্রী। এদিন সেখান থেকে কয়েকটি বিকিনি পরা ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী। চোখে সানগ্লাস, ন্যুড মেকআপ, সমুদ্র সৈকতে সাদা-কালো মনোকিনিতে নজর কাড়লেন তিনি। সঙ্গে ছিল কালো নেটের স্রাগ। বাবা-মায়ের সঙ্গে একেবারে খোশ মেজাজে রয়েছে ইউভানও।
View this post on Instagram
রাজের কাঁধে মাথা রেখে রোমান্টিক সেলফিও পোস্টালেন নায়িকা। ইন্দোনেশিয়ার হোটেলে রীতিমতো উষ্ণতা ছড়ালেন হবু মা। সঙ্গে উঁকি ঝুঁকিতে দেখা যাচ্ছে শুভশ্রীর সুক্ষ্ম বেবি বাম্প। তবে অভিনেত্রীর এহেন সব ছবি দেখে তাঁকে কটাক্ষ করতে পিছুপা হননি নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, কারিনা হওয়ার শখ জেগেছে শুভশ্রীর মনে। তবে যাই হোক না কেন সমস্ত কটাক্ষকে উড়িয়ে দিয়ে একেবারে খোশ মেজাজে বেবিমুন কাটাচ্ছেন শুভশ্রী।