‘ঝুম ঝুম ঝুম বাবা’, ভরা মঞ্চে হট প্যান্ট পরে দুর্দান্ত গান গাইলেন শুভশ্রী! তুমুল ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন নায়িকা রয়েছেন তাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই জনপ্রিয়তা বেড়ে চলেছে এই নায়িকার। হয় ব্যক্তিগত জীবন আর নয়তো অভিনয় জগত এই দুয়ের কারণেই সংবাদ মাধ্যমের শিরোনামে ঘোরাফেরা করে জনপ্রিয় এই নায়িকার নাম। আর এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল তাঁর ভিডিও। প্রিয় অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়।
অভিনয় জগতের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন টলি ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। বরাবরই তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে জানেন কী অভিনয়ের পাশাপাশি আরও একটি প্রতিভা রয়েছে তাঁর। তিনি অসাধারণ সঙ্গীতশিল্পী। তাঁর গানের গলায় মুগ্ধ আপামর বাঙালি। সম্প্রতি মিলেছে সেই প্রমাণ।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল রাজ ঘরণীর ভিডিও। পরনে তাঁর হট প্যান্ট এবং কালো টপ। মাইক হাতে অসাধারণ কণ্ঠে ‘মন মাঝি রে’, ‘ঝুম ঝুম ঝুম বাবা’ গাইলেন পর্দার ইন্দুবালা। প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। তাঁর গানের ভিডিও হুহু করে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যদিও ভাইরাল হওয়ার ভিডিওটি বেশ কয়েক বছর আগেকার। ‘Captain Steel India Ltd’ নামক একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তুলে ধরা হয়েছে এই ভিডিও।
উল্লেখ্য, খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন টলি নায়িকা। আপাতত সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তারকা জুটি। অভিনয়ের পাশাপাশি স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শুভশ্রী। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নিজের প্রযোজনা সংস্থা খুলবেন তিনি। আপাতত জনপ্রিয় এই নায়িকাকে দর্শকরা দেখছেন জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ে।