Entertainment

আড়াই বছর বয়সেই ‘গ্র্যাজুয়েট’ হয়ে গেল ইউভান! ছেলের সঙ্গে আদুরে মূহুর্ত শেয়ার করলেন শুভশ্রী, মুগ্ধ ভক্তরা

Advertisement
Advertisements

ইউভানের (Yuvaan Chakraborty) গ্র্যাজুয়েশন ডে! ছবি শেয়ার করলেন গর্বিত মা শুভশ্রী। টলিপাড়ার স্টার কিড হলেন ইউভান। শুধু বাবা-মা নয় নেটিজেনদেরও বড্ড আদরের সে। আর হবে নাই কেন? তার মিষ্টি আদুরে আচরণে মুগ্ধ হয় সকলেই। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর (Subhashree Ganguly) কোল আলো করে আসেন তার প্রথম সন্তান। আর তারপর থেকেই তার জনপ্রিয়তার শুরু।

তাঁর নানান কীর্তিকলাপের ছবি ও ভিডিও রাজ (Raj Chakraborty) অথবা শুভশ্রী (Subhashree Ganguly) মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। এমনকি সকলে রীতিমতো মুখিয়েও থাকেন ছোট্ট সিম্বার দুস্টুমি দেখার জন্য। রাজ-শুভশ্রী কেউই ইউভানকে বিশেষ প্রয়োজন ছাড়া কাছ ছাড়া করেননা। সবসময়ই তাঁকে হাসি, আনন্দ, মজা, আদর দিয়ে ভরিয়ে রেখেছেন।

আর এবার সেই ইউভানের জীবনেই এলো বিশেষ একটি দিন। আর তারই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মা শুভশ্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛গ্রাজুয়েশন ডে টু বিগ স্কুল’। কিন্তু এতো কম বয়সে গ্রাজুয়েশন কিভাবে সেটাই ভাবছেন নিশ্চই? আসলে এতদিন সে প্লে স্কুলে পড়তো। আর এবার তারই গন্ডি পার করে ফেললো আড়াই বছরের ইউভান। আর সেই অর্থেই তার ‛গ্রাজুয়েশন ডে’।

এদিন সাদা শার্ট, ডেনিমের উপর কালো রঙের গাউন, হুড আর চার কোনা টুপিতে একেবারে মানানসই লুকে ধরা দিয়েছিলেন ইউভান। এদিন রাজ-শুভশ্রী দুজনেই হাজির হয়েছিলেন ছেলের এই বিশেষ দিনে। আর সেই ছবিও এখন ভাইরাল নেটমাধ্যমে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল ইউভানের ‛গ্রাজুয়েশন ডে’-র ছবি।