Advertisement
Entertainment

Red Beauty, অফ শোল্ডার রেড ড্রেসে মোহময়ী শুভশ্রী, নায়িকার কিলার এক্সপ্রেশন দেখে ঘায়েল ভক্তরা

Advertisement
Advertisements

অফশোল্ডার ম্যাক্সি ড্রেসে নয়া ফটোশ্যুটে বাজিমাত শুভশ্রীর (Subhashree Ganguly)! অভিনেত্রীর কিলার এক্সপ্রেশন দেখে কুপোকাত ভক্তরা। টলিপাড়ার প্রথম সারির নায়িকা তিনি। পাশাপাশি তিনি ইউভানের মা। আর সন্তান জন্মের সময়ই চিরাচরিত নিয়মে তাই শরীরে জমেছিল মেদ। আর সেই নিয়ে কম কটাক্ষের মুখে পরতে হয়নি তাকে। এমনকি অনেকেই বলেছিলেন যে, তার কেরিয়ার এখানেই শেষ। কিন্তু সেসসব কখনও পাত্তা দেননি অভিনেত্রী।

Advertisements

বরং জীবনের প্রতিটি মুহূর্ত দারুনভাবে উপভোগ করেছেন। এমনকি প্রতিবার নিজের কাজের মধ্যে দিয়ে ট্রোলারদের মুখের উপর জবাবও দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি যেমন ফ্যাশান স্ট্রেটমেন্ট দিয়ে তাক লাগাচ্ছেন তেমনই আবার তার স্লিম ফিগারও নজর কাড়ছে সকলের। সম্প্রতি আবারও একবার তার ফ্যাশানে কুপোকাত হলেন সকলেই। কখনও শাড়ি আবার কখনও পশ্চিমী পোশাকে বরাবরই নজর কেড়ে এসেছেন পর্দার ইন্দুবালা।

Advertisements

তবে, এবারে তিনি যে ফটোশ্যুট করেছেন তা যেন সব লুককে ছাপিয়ে গিয়েছে। সম্প্রতি এবার লাল রঙের অফশোল্ডার ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)। ম্যাক্সি এই ড্রেসটি বডিফিট প্যাটানে রাখা হয়েছিল। যারফলে অভিনেত্রীর কার্ভলাইন হাইলাইট হয়েছিল। ড্রেসের স্লিট ডিটেলিং ছিল নজরকাড়া। যারফলে ডিটেল ফ্লন্ট করার কোনো সুযোগই হাতছাড়া করেননি অভিনেত্রী। সঙ্গে ছিল মানানসই মেকআপ সহ জুয়েলারি। এককথায় অনবদ্য তার লুক।

তবে, এই লুকের পাশাপাশি অভিনেত্রীর কিলার লুক ছিল এক্সট্রা পাওয়া। শুভশ্রী নিজেই এই লুকের বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন। যথারীতি শুভশ্রীর এই ছবি দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। সকলেই মুগ্ধ হয়েছেন তার এই লুকে। এমনকি অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) শুভশ্রীর এই ছবিতে লাইক করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শুভশ্রীর এই নয়া লুক।