Subhashree: হাই থাই স্লিট পোশাকে ঘাম ঝরানো পোজ শুভশ্রীর, ভিডিও দেখে কুপোকাত পুরুষ ভক্তরা

শরীরে নেই মেদের লেশমাত্র! হট লুকে ফের একবার অনুরাগীদের ঘায়েল করলেন ইউভান মাম্মা শুভশ্রী (Subhashree Ganguly)। টলিপাড়ার প্রথম সারির নায়িকা তিনি। পাশাপাশি তিনি ইউভানের মা। আর সন্তান জন্মের সময়ই চিরাচরিত নিয়মে তাই শরীরে জমেছিল মেদ। আর সেই নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। এমনকি অনেকেই বলেছিলেন যে, তার কেরিয়ার এখানেই শেষ। কিন্তু সেসসব কখনও পাত্তা দেননি অভিনেত্রী।
View this post on Instagram
বরং জীবনের প্রতিটি মুহূর্ত দারুনভাবে উপভোগ করেছেন। আর এবার ট্রোলারদের মুখের উপর জবাব দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি যেমন ফ্যাশান স্ট্রেটমেন্ট দিয়ে তাক লাগাচ্ছেন তেমনই আবার তার স্লিম ফিগারও নজর কাড়ছে সকলের। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। যেখানে তাকে থাইস্লিট গাউনে উষ্ণতার পারদ চড়াতে দেখা গিয়েছে।
View this post on Instagram
নীল রঙের গাউনে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। পায়ে সবুজ রঙের পেন্সিল হিল। কানে বড় ইয়ার রিং। উঁচু করে বাঁধা চুল। নিজের মতোন করে একেরপর এক পোজ দিচ্ছেন শুভশ্রী (Subhashree Ganguly)। আর তার চোখের আদাও বেশ আকর্ষণীয়। বং বিউটি শুভশ্রীর আগের চেয়ে যেন আরও সাহসী হয়ে উঠেছেন। আর তার এই অ্যাটিটিউডে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তার প্রতিটা পোজে তিনি ভক্তদের একেবারে পাগল করে দিয়েছেন।
View this post on Instagram
যথারীতি শুভশ্রীর (Subhashree Ganguly) এই ভিডিও (Video) দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛স্ট্যানিং’। আবার কেউ লিখেছেন ‛অসাধারণ’। আবার কেউ তো রীতিমতো অবাক হয়ে গিয়েছেন শুভশ্রীর এই ছিমছাম লুক দেখে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শুভশ্রীর এই ভিডিও (Video)।