×
Entertainment

রাজের জন্মদিনে ঠোঁট ঠাসা চুম্বন শুভশ্রীর, ‘দেবকে ব্লক করে হয়তো পোস্ট করেছে!’ মশকরা নেটিজেনের

‛দেবকে হয়তো ব্লক করে পোস্টটা দিয়েছে’। রাজের (Raj Chakraborty) জন্মদিনে আদুরে ছবি পোস্ট করতেই পুরোনো প্রেম টেনে শুভশ্রীকে (Subhashree Ganguly) খোঁচা নেটিজেনদের। বাদ যায়নি রাজও। টলিপাড়ার পাওয়ার কাপেল হলেন রাজ-শুভশ্রী। বিয়ের সাড়ে চার বছর পেরিয়ে গেলেও তাদের ভালোবাসায় খামতি দেখা যায়না এতটুকুও। বরং মাঝেমধ্যেই তাদের ভালোবাসায় ভরা ছবি দেখে কুপোকাত হন ভক্তরা। এবারেও ঠিক তেমনটাই হল।

গতকাল ছিল রাজের জন্মদিন। ৪৭টি বসন্ত পেরিয়ে ৪৮ বছরে পা রাখলেন পরিচালক তথা বিধায়ক মশাই। রাত ১২ টায় ঘরোয়াভাবে কেক কেটে শুরু হয় সেলিব্রেশন। প্রতিবারের মতো এবারেও নিজের বেটার হাফকে ভালোবাসা, আদর, সোহাগে ভরিয়ে তোলেন শুভশ্রী। আর তার কিছু টুকরো ঝলকও তুলে ধরেছিলেন নেটমাধ্যমে।

তবে, এখানেই শেষ নয় মঙ্গলবার রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে ডাইন-আউটে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। আর সেখানকারই কিছু মুহূর্ত শুভশ্রী তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এদিন শুভশ্রীর পরণে ছিল লাল রঙের শর্ট ড্রেস ও স্নিকার্স আর রাজের পরণে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট। এবারেও তাদের দেখা মিললো গভীর চুম্বনরত অবস্থায়। এছাড়াও তাদেরকে একে অপরকে জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে।

ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি বার্থডে মাই লাভ রাজ’। এই ছবির কমেন্ট বক্সে সেলিব্রেটি থেকে নেটিজেন একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। শ্রীমা ভট্টাচার্য থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলের ভালোবাসা জানিয়েছেন এই পাওয়ার কাপেলকে। পাশাপাশি নেটিজেনদের মশকরা থেকে কটাক্ষ কিছুই বাদ যায়নি। কেউ লিখেছেন ‛ইন্দুবালা চুমুর হোটেল’।

রাজের জন্মদিনে ঠোঁট ঠাসা চুম্বন শুভশ্রীর, ‘দেবকে ব্লক করে হয়তো পোস্ট করেছে!' মশকরা নেটিজেনের -

আবার কেউ তো পুরোনো প্রেম টেনে শুভশ্রীর সাথে মশকরা করতে ছাড়েননি। লিখেছেন ‛দেবকে হয়তো ব্লক করে পোস্টটা দিয়েছে’। কেউ লিখেছেন ‛ভুল ইংরেজি বলা নারী’। কেউ আবার এই সুযোগে মিমির প্রসঙ্গ টেনে রাজকে খিল্লি করতেও ছাড়েনি। সম্প্রতি তাদের এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।