গাড়ির মধ্যে রাজকে চুমুতে ভরিয়ে দিলেন শুভশ্রী, মুহূর্তে ভাইরাল রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ ছবি
বাংলা চলচ্চিত্র জগতে অতি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। ১৯৮৯ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় তার জন্ম হয়। তিনি খুবই সাধারণ পরিবারে জন্মেছিলেন। কিন্তু তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে তিনি আজ টলিউডের ১ নম্বর নায়িকাদের তালিকায় একজন হয়ে উঠেছেন।
এরপর ২০১৮ সালে সফল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু, তারপরেও তাঁদের প্রেমের রং যেন অমলীন। ভালোবাসায় নেই কোন খামতি। রোজ দিনই নতুন করে তাঁরা যেন একে অপরের প্রেমে মজেছেন। তাঁদের ভালোবাসার কথা জানেন না এমন কেউ নেই।
এবার আরও একবার তাদের ভালোবাসা প্রকাশ পেল। তবে, সেটি বাড়িতে নয় গাড়িতে। টলিপাড়ার অন্যান্য সেরা তারকা জুটির মধ্যে রাজ-শুভশ্রী জুটি সেরা। সম্প্রতি শুভশ্রী তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে রাজ কে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাদেরকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। ছবিটিতে দেখা যাচ্ছে যে, দুজনের পরণেই রয়েছে সাদা টি- শার্ট। শুভশ্রী রাজকে চুম্বন করছেন।
আর বউ এর কাছ থেকে চুম্বন পাওয়া সে কি কম ভাগ্যের বিষয়। আর তাই এক মুহূর্ত দেরি না করে রাজও একটু হাসি এবং একটু লাজুক মুখে ক্যামেরাবন্দি করলেন তাঁদের এই মুহূর্তকে।
১১ সেপ্টেম্বর থেকে অভিনেত্রী তথা রাজ ঘরণীর আরও একটি পরিচয় হয়েছে। আর সেটি হল ‘মা’। তাঁদের সন্তান ইউভানের জন্মের পর থেকে তাকে ছাড়া কোনো ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনা রাজ-শুভশ্রী।
তবে, সম্প্রতি দেখা যাচ্ছে, শুভশ্রী ইউভান ছাড়াও নিজের হ্যাংআউটের ছবি পোস্ট করছেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য ওয়াকআউট করছেন। আর এই ব্যাপারে তাকে উৎসাহ জুগিয়েছেন বাবা যাদব।
প্রতি ছবির মতোই শুভশ্রীর এই রাজকে চুম্বন এর ছবিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।