Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী, শুভেচ্ছার বন্যা নেটমহলে

ফের মা হতে চলেছেন শুভশ্রী! উচ্ছাসিত ভক্তরা। সম্প্রতি এমনই একটি খবর দিলেন রাজ। তাহলে কি সত্যি সত্যি রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) জীবনে আসতে চলেছে নতুন সদস্য? যদিও খবর বলছে এটাই সত্যি। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুটি মুখ হলেন রাজ ও শুভশ্রী। একজন তার পরিচালনা দিয়ে আর অন্যজন তার অভিনয় দিয়ে মনজয় করে নিয়েছেন ভক্তদের। সালটা ২০০৭। টলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৭ বছরের একটি মেয়ে। এরপর একটু একটু করে নিজের অভিনয় দক্ষতার জোরে টলিউডের অন্দরে নিজের মাটি শক্ত করেন। আজ তাকে চেনেন না এমন মানুষ নেই।
View this post on Instagram
তবে, শুধু রোম্যান্টিক সিনেমাই নয় ভিন্ন ধারার ছবিতেও তার অভিনয় নজর কেড়েছে সকলের। এককথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি টলিউডের (Tollywood) অন্দরের লম্বা রেসের ঘোড়া। এরপর ২০১৭ সালে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বাগদান সারেন। তারপর ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বছর দুয়েকের মাথায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান।
View this post on Instagram
বর্তমানে স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। এমনকি ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসাও। আর ওদিকে ইউভানও (Yuvaan Chakraborty) তার দুস্টুমি দিয়ে মনজয় করে রেখেছেন সকলের। আর এবার সেই ইউভানই নাকি দাদা হতে চলেছেন। হ্যাঁ সম্প্রতি রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছেন। রাজের পোস্ট করা ওই ছবিতে ইউভানকে দেখা যাচ্ছে রাজ ও শুভশ্রীর হাত ধরে থাকতে। আর ইউভানের জামায় লেখা ‛বিগ ব্রাদার’। তার চোখে মুখে উচ্ছাস।
View this post on Instagram
ছবি শেয়ার করে রাজ ক্যাপশনে লিখেছেন যে, ‛বড় দাদা হিসেবে ইউভানের প্রমোশন হয়ে গেল’। আর এই ছবি দেখামাত্রই উচ্ছাসিত হয়ে উঠেছেন ভক্তরা। শুভেচ্ছার বন্যায় ভরে উঠেছে কমেন্টবক্স। মৌনী রায় লিখেছেন যে, ‛ছোট্ট সোনার জন্য আমার এত্ত এত্ত এত্ত ভালোবাসা। আমি কিন্তু দুর্দান্ত মাসি হবো, তাতে কোনও সন্দেহ নেই’। এছাড়াও নুসরত, শ্রাবন্তী থেকে শুরু করে আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।