Entertainment

Black Beauty, পা চেরা কালো গাউনে শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, শুভশ্রীর ছবি দেখে ঘাম ছুটেছে ভক্তদের

Advertisement
Advertisements

ফের একবার উষ্ণ অবতারে ভক্তদের রাতের ঘুম কাড়লেন ইউভান (Yuvaan) মাম্মা শুভশ্রী (Subhashree Ganguly)! তিনি হলেন টলিউডের (Tollywood) অন্যতম হটেস্ট ডিভা। যিনি ভারতীয় হোক কিংবা ওয়েস্টার্ন সব পোশাকেই নিজেকে স্মার্টলি মেলে ধরেন। সালটা ২০০৭। টলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৭ বছরের একটি মেয়ে। এরপর একটু একটু করে নিজের অভিনয় দক্ষতার জোরে টলিউডের অন্দরে নিজের মাটি শক্ত করেন। আজ তাকে চেনেন না এমন মানুষ নেই।

তবে, শুধু রোম্যান্টিক সিনেমাই নয় ভিন্ন ধারার ছবিতেও তার অভিনয় নজর কেড়েছে সকলের। এককথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি টলিউডের (Tollywood) অন্দরের লম্বা রেসের ঘোড়া। এরপর ২০১৭ সালে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বাগদান সারেন। তারপর ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বছর দুয়েকের মাথায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান।

বর্তমানে স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। এমনকি ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসাও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ শুভশ্রী (Subhashree Ganguly) মাঝে মধ্যেই ধরা দেন হট লুকে। মা হওয়ার পরও তার এই চাবুক ফিগার রীতিমতো পুরুষদের রাতের ঘুম কেড়ে নেয়। তবে, সম্প্রতি শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যেখানে তার লুক দেখে রীতিমতো কুপোকাত হয়েছেন তার পুরুষ ভক্তরা।

অভিনেত্রীর পরণে রয়েছে কালো রঙের থাইস্লিট গাউন। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষ ভাঁজ। ঢেউ খেলানো চুল, স্মোকি আই সহ গ্লসি লিপস্টিকে শুভশ্রীকে (Subhashree Ganguly) দেখে ঘুম উড়েছে ভক্তদের। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛সিমার এন্ড সাইন’। ছবির কমেন্ট বক্সে একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন সকলেই। অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti Chaterjee) বেশ কয়েকটি ফায়ারের ইমোজি দিয়েছেন। আবার কেউ লিখেছেন ‛স্ট্যানিং’।

প্রসঙ্গত, দিনকয়েক আগে পাতলা সুতির শাড়িতেও অনন্য রূপে ধরা দিয়েছিলেন শুভশ্রী। সম্প্রতি শুভশ্রীর (Subhashree Ganguly) এই নতুন ফটোশ্যুটের (Photoshoot) ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।