×
EntertainmentVideoViral Video

শর্ট ড্রেসে বান্ধবীদের সাথে উদ্দাম নাচ শুভশ্রী গাঙ্গুলির, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী, রইল ভিডিও

শর্ট ড্রেসে বান্ধবীদের সঙ্গে তুমুল নাচ শুভশ্রীর। ভিডিও দেখে কটাক্ষের বন্যা নেটিজেনদের। টলি পাড়ায় সুন্দরী ও দক্ষ অভিনেত্রীর সংখ্যা নেহাত কিছু কম নয়। আর সেই তালিকায় প্রথম দিকের সারিতেই রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি-র (Subhashree Ganguly) নাম। তিনি সৌন্দর্য্যে যেমন টেক্কা দেন, ঠিক তেমনই আবার তার অভিনয়ও মন ছুঁয়েছে বহু মানুষের। আর তার নিরিখে ফ্যান ফলোয়িং সংখ্যাও কম নয়।

শর্ট ড্রেসে বান্ধবীদের সাথে উদ্দাম নাচ শুভশ্রী গাঙ্গুলির, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী, রইল ভিডিও -

সালটা ২০০৭। টলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৭ বছরের একটি মেয়ে। এরপর একটু একটু করে নিজের অভিনয় দক্ষতার জোরে টলিউডের অন্দরে নিজের মাটি শক্ত করেন। আজ তাকে চেনেন না এমন মানুষ নেই। শুধু রোম্যান্টিক সিনেমাই নয় ভিন্ন ধারার ছবিতেও তার অভিনয় নজর কেড়েছে সকলের। এককথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি টলিউডের অন্দরের লম্বা রেসের ঘোড়া।

শর্ট ড্রেসে বান্ধবীদের সাথে উদ্দাম নাচ শুভশ্রী গাঙ্গুলির, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী, রইল ভিডিও -

এরপর ২০১৭ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বাগদান সারেন। তারপর ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বছর দুয়েকের মাথায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। বর্তমানে স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। এমনকি ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসাও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এক্টিভ শুভশ্রী মাঝে মধ্যেই ধরা দেন হট লুকে।

শর্ট ড্রেসে বান্ধবীদের সাথে উদ্দাম নাচ শুভশ্রী গাঙ্গুলির, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী, রইল ভিডিও -

মা হওয়ার পরও তার এই চাবুক ফিগার রীতিমতো পুরুষদের রাতের ঘুম কেড়ে নেয়। সম্প্রতি এবার তাকে দেখা গেল বান্ধবীদের সঙ্গে তুমুল নাচতে। সম্ভাবত দিনকয়েক আগে যে বান্ধবীর বিয়েতে দেখা মিলেছিল শুভশ্রীর তারই ব্যাচেলর পার্টিতে এই বেশে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তার পরণে রয়েছে পেস্তা গ্রীন কালারের বিকিনি, চোখে কালো রঙের সানগ্লাস ও কানে ইয়ার রিং। শুধু শুভশ্রী নন এদিন তার বান্ধবীদেরও দেখা মিলেছিল ওয়েস্টার্ন ড্রেসে।

ভিডিও শেয়ার করতেই শুভশ্রীর অনুরাগীরা বরাবরের মতো এবারেও প্রশংসার বন্যায় ভরিয়েছেন। কিন্তু ট্রোলাররা কটাক্ষ করতে একেবারেই ছাড়েননি। বরং তারা শুভশ্রীর এই হই হুল্লোড়কে অশ্লীল বলে দাবি করেছেন। যদিও প্রতিবারের মতো এবারেও অভিনেত্রী এসব পাত্তা দেননি। নিজের মতো করে উপভোগ করছেন নিজের জীবন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল শুভশ্রী সহ তার বান্ধবীদের নাচের ভিডিও।