যৌনতায় পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

বর্তমানে অ্যাডাল্ট সিরিজ দেখার জন্য একাধিক অ্যাপ আছে। উল্লু, কোকু, ভুভি, অল্ট বালাজি -তে একের পর এক ওয়েব সিরিজ দেখা যাচ্ছে। তাদের মধ্যে থেকেই বেশ কিছু সিরিজ ইতি মধ্যেই দর্শকদের মন জয় করেছে। এই ধরণের সিরিজ কিন্তু একাকিত্ব ও একঘেয়ে জীবন থেকে স্বস্তি দিতে সক্ষম। এখন সিনেমার থেকেও এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি। ঠিক তেমনই একটি অনলাইন সাইট হলো Prime Play। নিশ্চয়ই এর সম্পর্কে আপনাদের আলাদা করে কিছু বলার দরকার হবে না। কতটা ঘাম ঝরানো হয় এই অ্যাপের সিরিজ তা আপনারা নিজেও জানেন। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি।
Web Series Name – স্ট্রেঞ্জার (Stranger)
Streaming App – প্রাইম প্লে (Prime Play)
Episode – এই সিরিজে ৩ টি সিজন জুড়ে ৪টি এপিসোড আপনারা দেখতে পাবেন।
Web Series Cast : মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জোই ঠাকুর (Zoey Thakur), নেহা গুপ্তা (Neha Gupta), সুমন দাস (suman Das) প্রমুখ অভিনয় করেছে।
Streaming Platform – এই সিরিজ একমাত্র দেখা যাবে প্রাইম প্লে অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।
Web series Story – ওয়েব সিরিজের প্লটটি একটি মেয়ে ও এক গৃহ বধূকে ঘিরে আবর্তিত হয় যে একটি ফ্যান্টাসি প্রেমিকের সাথে দেখা করে। মেয়েটির সাথে যখন তার প্রেমিক দেখা করে বিভিন্ন চরিত্রে অভিনয় করে। কোনো সময় শে তার মুখ স্পষ্ট করে দেখায় না। অন্যদিকে এক সুখী দম্পতিকে দেখানো হয়েছে। যারা জীবনে সুখী ছিলেন। গল্পে মোড় আসে যখন স্ত্রী একজন অপরিচিত ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। স্ত্রী সবসময় অপরিচিত ব্যক্তির সাথে দেখা করতে যায় কিন্তু সে তার মুখ দেখায় না। এদিকে স্বামী কিছু একটা আন্দাজ করতে থাকে। কি হবে এই সিরিজের গল্প? তা দেখুন প্রাইম প্লে অ্যাপের এই ওয়েব সিরিজ।
Release Date- ২০২৩ সালের ২২ সে জানুয়ারি এই সিরিজটি রিলিজ হয়েছিল।
How To Watch Stranger Web series – নিজের স্মার্ট ফোনে প্লে স্টোর থেকে প্রাইম প্লে অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই মজাদার সিরিজটি।
Languages – এই সিরিজটি শুধুমাত্র হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি ভাষায় রিলিজ করেছে।