টিআরপির দৌলতে বন্ধের পথে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক, রাতারাতি বন্ধ শুটিং!

স্লট বদলেও অবশেষে হলনা শেষ রক্ষা। শেষ হতে চলেছে রিজওয়ান (Rezwan Rabbani Sheikh) ও নন্দিনী (Nandini) অভিনীত ধারাবাহিক ‛নবাব নন্দিনী’। আগেকার দিনে সিরিয়াল মানেই কম করে ৩-৪ বছর তো চলবেই। আর তার উদাহরণ আছে ‛মা’ সিরিয়ালের মতো ধারাবাহিক। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি শেষ কথা বলে। নতুন হোক বা পুরোনো টিআরপি তালিকায় জায়গা না করতে পারলে যেকোনো সময়ই ধারাবাহিকের কপালে কোপ পড়ে।
আর এবার তেমনটাই কোপ পড়লো ৬ মাসের চলা ধারাবাহিকে। গত সপ্তাহেই স্টার জলসা কর্তৃপক্ষ জানিয়েছিল ‛বালিঝড়’-র আগমনে সময় বদল হবে এই ধারাবাহিকের। আর সেইমতো একঘন্টা এগিয়ে সন্ধ্যে ৬ টার বদলে বিকেল ৫ টার স্লটে এসেছিল এই সিরিয়াল। কিন্তু তারপরেও বিদায় নিতে হচ্ছে এই ধারাবাহিককে। একেবারে পাকাপাকি ভাবে এই ধারাবাহিককে বন্ধ করার সিদ্ধান্ত নিতে হল।
শোনা যাচ্ছে, ১১ ফেব্রুয়ারি ‛নবাব নন্দিনী’-র শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে। গতবছর আগস্ট মাসের শুরুতেই ‛নবাব নন্দিনী’ পর্দায় এসেছিল। রিজওয়ান রব্বানী শেখ ও ইন্দ্রানী পাল অভিনীত এই ধারাবাহিক প্রথম দিকে দর্শকেরা পছন্দ করলেও পরের দিকে টিআরপি তালিকায় আর জায়গা করতে পারেনি। আর তাই মাত্র ৬ মাসের ব্যবধানে বন্ধ হতে চলেছে ধারাবাহিক।
দিনকয়েক আগেও এক সাক্ষাৎকারে রিজওয়ান সিরিয়াল বন্ধের বিষয়ে বলেছিলেন যে, ‛না, সিরিয়াল বন্ধ হচ্ছে না বলেই আমি জানি’। তাহলে সেই হিসেবে বলা যায় তবে, কি কলাকুশলীদের না জানিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিক? তবে, সিরিয়াল বন্ধ হওয়ায় মন খারাপ সকলের। যদিও শ্যুটিংয়ের শেষ দিনে সবাইকে কেক কেটে খাওয়া দাওয়া করে কাটাতে দেখা গেছে। কিন্তু কবে শেষ দিনের সম্প্রচার হবে তা যদিও জানা যায়নি।