×
Entertainment

শিরিনকে ‘মা’ মানতে নারাজ, গুড্ডিকে আপন করে ‘মামনি’ ডাক গুবলুর, ধামাকাদার টুইষ্ট ধারাবাহিকে

ফের একবার মুখোমুখি গুড্ডি-শিরিন। পুরোনো ঘটনা টেনে আবারও গুড্ডিকে অপমান করলো শিরিন। তবে, গুড্ডিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও প্রত্যেকটা কথার প্রতিবাদ করছে নিজের মতোন করে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় তুমুল চর্চিত তথা সমালোচিত ধারাবাহিক হল ‛গুড্ডি’ (Guddi)। একটা সময় এই ধারাবাহিকের কনসেপ্টয়ের কারণে তুমুল প্রশংসিত হয়েছিল এই ধারাবাহিক।

শিরিনকে ‘মা' মানতে নারাজ, গুড্ডিকে আপন করে ‘মামনি' ডাক গুবলুর, ধামাকাদার টুইষ্ট ধারাবাহিকে -

কিন্তু বর্তমানে কেউ পছন্দ করলেও অধিকাংশ মানুষই এই সিরিয়ালটি বন্ধের দাবি তোলেন। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, প্রথম থেকেই গুড্ডি, অনুজ, শিরিনকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো হয়েছে। কিন্তু যা পরে এসে দাঁড়িয়েছে চতুস্কোন প্রেমে। কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে গুড্ডি এখন এসপি। আর অনুজ ডিআইজি। গুড্ডিকে নতুন একটি প্রজেক্টের কাজ দিয়ে রূপপুর পাঠানো হয়েছে।

শিরিনকে ‘মা' মানতে নারাজ, গুড্ডিকে আপন করে ‘মামনি' ডাক গুবলুর, ধামাকাদার টুইষ্ট ধারাবাহিকে -

আর ভাগ্যচক্রে সেখানেই মুখোমুখি হয়েছে অনুজ-গুড্ডি। এমনকি গুড্ডির সঙ্গে অনুজেরও একতরফা ঝামেলা বাঁধে। আর তা অনুজ ও শিরিনের ছেলে অভিমুন্যকে নিয়ে। তবে, দিন কয়েকের সাক্ষাতে অভিমুন্য গুড্ডিকে আপন করে নেয়। এমনকি তাকে মামনি বলেও ডাকে। আর তাইতো অনুজ অফিসের কাজে বাইরে গেলে গুড্ডিই অভিমুন্যর দেখাশোনা করে। কিন্তু গুবলু শিরিনকে মা মানতে নারাজ কারন সে নাকি তাকে ভালোবাসেনা।

শিরিনকে ‘মা' মানতে নারাজ, গুড্ডিকে আপন করে ‘মামনি' ডাক গুবলুর, ধামাকাদার টুইষ্ট ধারাবাহিকে -

আর সেখানেই এসে হাজির হয় শিরিন সহ অনুজের পরিবারের সদস্যরা। সেখানেই গুড্ডিকে দেখে নানান ভাবে অপমান করার চেষ্টা করে শিরিন। কিন্তু প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব দেয় গুড্ডি। আর তারপরই দেখা যায় শিরিন ঘুমিয়ে পড়ার পর রাতের অন্ধকারে গুবলু তার মামনি অর্থাৎ গুড্ডির কাছে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। আগামী পর্বে দেখা যাবে যে, রূপপুরের গুন্ডারা গুবলুকে একা পেয়ে তাদের সঙ্গে নিয়ে যায়। এবার দেখার পালা আগামী দিনে গুড্ডি কিভাবে অভিমুন্যকে রক্ষা করে।