×
EntertainmentViral Video

নায়কের সঙ্গে মিল হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে ইন্দিরার? ‘বাংলা মিডিয়াম’-এর নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

না চাইতেও অজান্তেই উঠে এলো ইন্দিরার গোপন ক্ষত। প্রকাশ্যে ‛বাংলা মিডিয়াম’-র প্রোমো। সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। আর এই সিরিয়ালের মধ্যে দিয়ে আবারও নতুন করে পর্দায় নীল-তিয়াশা (Neel-Tiyasha)জুটি। ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে প্রথম পর্দায় পা রেখেছিলেন তিয়াশা। প্রথম ধারাবাহিক দিয়েই মনজয় করে নিয়েছিলেন ভক্তদের।

নায়কের সঙ্গে মিল হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে ইন্দিরার? ‘বাংলা মিডিয়াম'-এর নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা -

এরপর বেশ কিছুদিনের বিরতি নিয়ে আবারও ফিরেছেন পর্দায়। আর ইতিমধ্যেই এই ধারাবাহিক মনজয় করে নিয়েছে ভক্তদের। আর এই সিরিয়াল নিয়ে যথেষ্ট আশাবাদী তার ভক্তরাও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, ইন্দিরার জীবনের গোপন একটি ক্ষতর কথা প্রকাশ্যে এসেছে।

নায়কের সঙ্গে মিল হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে ইন্দিরার? ‘বাংলা মিডিয়াম'-এর নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা -

গল্পের নায়কের হাতে পড়েছে ইন্দিরার একটি পুরোনো ছবি। যেখানে ইন্দিরাকে বধূ বেশে বিয়ের মণ্ডপে দেখা যাচ্ছে। আর সেটা দেখেই নায়ক ইন্দিরাকে বলে যে আপনি বিবাহিত কিন্তু সেটা বলেননি। আর তখনই ইন্দিরা জানায় যে, এটি একটি নাটক এবং নাটকের শেষ দৃশ্য এখনও বাকি। কিন্তু কি সেই নাটক আর নাটকের শেষ দৃশ্যই বা কি তা যদিও জানা যাচ্ছে না।

তবে, বেশ একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে বৈকি। এমনই সব ছোট ছোট দৃশ্য উঠে আসছে টিভির পর্দায়। তবে, অনেকেই এই ছবি দেখে মনে করছেন যে, ইন্দিরার আগে বিয়ে হয়েছে। কিন্তু এটা আদেও কতটা সত্যি তা জানা যাবে আগামী দিনের এপিসোডে। আর এই চমক ধরে রেখেই আগামী দিনে বেঙ্গল টপার হতে পারে নাকি এই ধারাবাহিক সেটাই এখন দেখার।