ডাক্তারি পড়া ছেড়ে এবার বিয়ের পিঁড়িতে রাধিকা-পোখরাজ, ‘এক্কা দোক্কা’র নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

ডাক্তারি পড়া ছেড়ে এবার বিয়ের পিঁড়িতে রাধিকা-পোখরাজ (Radhika-Pokhraj)! সিরিয়ালের নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকেরা। আজকালকার যুগের মানুষের কাছে বিনোদিনের অন্য একটি মাধ্যম হল সিরিয়াল। সারাদিনের কাজের পর পছন্দের সিরিয়াল দেখার নেশা প্রতিটা মা-ঠাকুমাদের রয়েছে। আর তাইতো সিরিয়াল গুলোর জনপ্রিয়তাও বাড়ছে চড়চড়িয়ে।
তবে, সাম্প্রতিককালের সিরিয়াল গুলিতে দেখা যাচ্ছে আসল গল্প থেকে বেরিয়ে বিয়ের ট্র্যাকে ঢুকে পড়ছে। আর সেই কারণে দর্শকরা খানিকটা বিরক্তও হচ্ছেন বটে। যদিও দর্শকদের এই বিরক্তি পাত্তা না দিয়েই সিরিয়াল নির্মাতারা একই স্রোতে এগিয়ে নিয়ে চলেছেন গল্প। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এক্কা দোক্কা(Ekka Dokka)-র গল্প। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, রাধিকার কাকাতো বোনের সঙ্গে পোখরাজের বিয়ে ঠিক করা হয়। কিন্তু সে জানতে পারে পোখরাজ শুধুমাত্র রাধিকাকেই ভালোবাসে। আর তাই সে মনে মনে কিছু একটা ঠিক করেছে। বলা যেতে পারে রাধিকা ও পোখরাজের মাঝে সে কাঁটা হতে চায়নি। আর এরই মাঝেই নতুন প্রোমো দেখে অবাক সকলেই।
যেখানে দেখা যাচ্ছে যে, বিয়ের মণ্ডপে পোখরাজ ও তার কনে বসে আছে। যদিও কনের মুখ ঢাকা। এদিকে সিঁদুর দানের সময় ঘোমটা খুলতেই চমকে যায় সকলেই। কনের বেশে হাজির রাধিকা নিজেই। এরপরই ঠাম্মি সিঁদুর কৌটো ছুঁড়ে ফেলে দেয়। কোনো ভাবেই রাধিকাকে সে সিঁদুর পড়াতে দেবে না। এবার দেখার পালা অবশেষে কি রাধিকা-পোখরাজ এক হবে? নাকি অন্য স্রোতে বইবে দুজনের জীবন।